IND vs SL 2023 : সূর্যের ব‍্যাট দেখে কথা হারিয়েছেন গম্ভীর

0
30
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "Time to put Suryakumar Yadav in Test cricket" - Gautam Gambhir makes bold claim about India batter

IND vs SL 2023 – শনিবার রাজকোটে সূর্য কুমার যাদবের বিধ্বংসী ব্যাটিং দেখে কথা হারিয়েছেন প্রাক্তন ভারতীয় ব‍্যাটার গৌতম গম্ভীর।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম‍্যাচে ৫১ বলে অপরাজিত ১১২* রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সূর্য কুমার যাদব। যার ফলে সিরিজ নির্নায়ক ম‍্যাচে এদিন ২২৯ রানের টার্গেট দেয় ভারত। পরবর্তী সময়ে ভারতীয় বোলাররা দারুণ পারফরম্যান্স দেন, ১৩৭ রানে অল আউট করে দেয় তারা শ্রীলঙ্কা কে। যার সুবাদে ৯১ রানের বিরাট জয় পায় ভারত এই ম‍্যাচে। (IND vs SL 2023)

পরবর্তী সময়ে Star Sports এ এই ম‍্যাচ নিয়ে আলোচনা করার সময় গম্ভীরের কাছে সূর্য কুমার যাদবের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,

“সূর্যের ব‍্যাটিং দেখে বাকরুদ্ধ আমি। আমার একটাই কথা বলার আছে, ওকে খুব শীঘ্রই টেস্ট দলে দেখতে চাই। ও যে মাপের ক্রিকেটার, তাতে ওর খুব শীঘ্রই টেস্টে সুযোগ পাওয়া উচিত।”

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোকে দলে নিতে বিশ্বকাপ মাতানো ফুটবলারকে ক্লাব ছাড়তে বাধ‍্য করলো আল নাসর

ঝুঁকিপূর্ণ শট গুলো ধারাবাহিক ভাবে খেলতে পারেন সূর্য। এটা ওর খেলার একটি বিশেষত্ব, আলোচনা করার সময় এই বিষয় গম্ভীর বলেছেন,

“ওর হাতে সমস্ত ধরনের শট আছে। অনেক সময় কোন ক্রিকেটারকে একবার ল‍্যাপ শট মারতে দেখলে পরে মনে হতে পারে ফের তিনি সেই শট খেলতে পারবে কিনা, কিন্তু সূর্যের মতো ধারাবাহিক ভাবে এমন সমস্ত শট খেলে যাওয়ার একটা বিশেষ ক্ষমতা আছে দেখেছি।

আমাদের সবার মাথায় রাখতে হবে পুরো ইনিংসটা কিন্তু পাওয়ার প্লের পরে খেলা হয়েছিল। ভেবে দেখুন কতো স্ট্রাইক রেটে সূর্য কুমার যাদব ব‍্যাট করছিলাম, নিঃসন্দেহে এই মূহুর্তে টি টোয়েন্টি ক্রিকেটের অন‍্যতম সেরা ব‍্যাটার সূর্য কুমার যাদব।”

ম‍্যাচে যখন পাওয়ার প্লে’তে যখন আর মাত্র একটি বল বাকি ছিলো, তখন ব‍্যাট করতে আসেন সূর্য। কিন্তু তারপরও তার খুনে মেজাজে ব‍্যাটিং জারি ছিলো, কাউকেই রেয়াত দেননি তিনি। সেঞ্চুরি করার পথে সাতটি চার এবং নয়টি ছক্কা মেরেছিলেন। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অজয়কে শ্রীনাথের কথা মনে করিয়ে দিচ্ছেন উমরান মালিক