
IND vs SL 2023 – ভারতের ক্রিকেট ভক্তদের নয়নের মনি সঞ্জু স্যামসন। যেখানেই ভারতীয় ক্রিকেট দলের খেলা থাকে, সেখানেই সঞ্জু সঞ্জু ধ্বনি উঠতে শুরু করে। রোববার কেরালার থিরুবন্তপুরমে ছিলো ভারত – শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের শেষ ওডিআই ম্যাচ। সেখানেও এমনটাই ঘটতে দেখা গেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলাকালীণ হাঁটুতে চোট পান সঞ্জু স্যামসন। সিরিজের প্রথম ম্যাচে খেলাকালীণ হাঁটুতে চোট পান সঞ্জু, এর ফলে গোটা সিরিজ থেকেই ছিটকে যান। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলাকালীণ স্থানীয় দর্শকরা ম্যাচে ফিল্ডিংরত দর্শকদের কাছে জানতে চায় “সঞ্জু কোথায় ?” জবাবে সূর্য বুকের কাছে হাত রেখে লাভ সাইন দেখান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে তার কীর্তি।
One of the fan from the crowd asked Surya that "Where is Sanju?" and he replied "He is in our heart". pic.twitter.com/uTcmY3OYfu
— Johns. (@CricCrazyJohns) January 15, 2023
এদিন তিরুবনন্তপুরমে ভারত সিরিজের তৃতীয় ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচটি জিতলো ৩১৭ রানের বিশাল ব্যাবধানে। যা ওডিআই ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। এদিন সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর জন্য শ্রীলঙ্কা’র প্রয়োজন ছিল ৩৯১ রান। (IND vs SL 2023)
প্রসঙ্গত, ২০০৮ সালে আবেরডিনে আয়ারল্যান্ড’কে ৪০৩ রানের টার্গেট দিয়ে নিউজিল্যান্ড ম্যাচ জিতেছিল ২৯০ রানে। সেটিই ছিল একদিনের আন্তর্জাতিকে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে জয়। সেই নজির এদিন ভেঙে গেল তিরুবনন্তপুরমে। এর আগে ওডিআইয়ে ভারতের সবচেয়ে বড় জয়টি এসেছিল ২০০৭ সালে। পোর্ট অব স্পেনে বারমুডা’কে ৪১৪ রানের টার্গেট দিয়েছিল ভারত। সেই ম্যাচ মেন ইন ব্লু জিতেছিল ২৫৭ রানে। ২০০৮ সালে করাচি’তে হংকং’কে ৩৭৫ রানের টার্গেট দেয় ভারত। সেবার জয় এসেছিল ২৫৬ রানে।
এদিন শ্রীলঙ্কা’র হয়ে ফিল্ডিং করার সময় বিরাট কোহলি’র শট বাঁচাতে গিয়ে সজোরে একে অপরের গায়ে গিয়ে পড়েন জেফ্রি ভ্যান্ডারসে ও আশেন বান্দারা। তাদের স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। এই দুই ক্রিকেটার এদিন প্রথম একাদশে এসেছিলেন ধনঞ্জয় ডি সিলভা ও দুনিথ ওয়েল্লালাগের জায়গায়। (IND vs SL 2023)
পরিবর্ত হিসেবে আসা ওয়েল্লালাগে ব্যাট করলেও বান্দারা’র নাম ছিল শ্রীলঙ্কা’র স্কোরকার্ডে। তবে তিনি ব্যাট করতে নামতে পারেননি। ভারতীয় পেসার’দের দাপটে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম উইকেট পড়েছিল দ্বিতীয় ওভারের পঞ্চম হলে, ৭ রানের মাথায়। এরপর ২২ রানে দ্বিতীয়, ৩১ রানে তৃতীয়, ৩৫ রানে চতুর্থ ও ৩৭ রানে পঞ্চম উইকেট পড়ে। ৩৯ রানে ষষ্ঠ, ৫০ রানে সপ্তম ও ৫১ রানের মাথায় পড়ে অষ্টম উইকেট। শ্রীলঙ্কা অষ্টম উইকেটটি হারায় ১৫.৪ ওভারে।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : এটাকে কেউ ম্যাচ বলে ? শ্রীলঙ্কাকে উপহাস ভারতের প্রাক্তন তারকার
২১ তম ওভারের শেষ বলে কাসুন রাজিথা’র বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন করেন মহম্মদ সিরাজ, আউট দেন জয়রামন মদনগোপাল। রিভিউ নেন রাজিথা। দেখা যায় বল তার ব্যাটে লেগেছে। ফলে পঞ্চম উইকেটটি নিতে পারেননি সিরাজ। তার বোলিং ফিগার দাঁড়ায় ১০ ওভার ১ মেডেন ৩২ রান ৪ উইকেট। (IND vs SL 2023)
শ্রীলঙ্কা’র নবম উইকেট’টি তুলে নেন কুলদীপ যাদব। ১৯ বলে ৯ রান করে লাহিরু কুমারা বোল্ড হতেই নয়া ইতিহাস গড়ে ফেলে ভারত। ২২ ওভারে মাত্র ৭৩ রানেই শ্রীলঙ্কা’র ইনিংস শেষ হয়। বান্দারা ব্য়াট করতে নামতে না পারায় নবম উইকেটটি পড়ার সঙ্গে সঙ্গেই খেলায় যবনিকা পতন হয়।
শ্রীলঙ্কা’র মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান পান। (IND vs SL 2023) নুয়ানিদু ফার্নান্দো করেন ২৭ বলে ১৯, দাসুন শানাকা ২৬ বলে ১১ এবং কাসুন রাজিথা ১৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। মহম্মদ শামি ২ টি মেডেন-সহ ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। কুলদীপ যাদবের ৫ ওভারে ১ টি মেডেন, তিনি ১৬ রান খরচ করে নেন ২টি উইকেট। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৯০। বিরাট কোহলি ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত থাকেন। ৯৭ বলে ১১৬ রান করেন শুভমান গিল।
আরও পড়ুনঃ WIPL : মেয়েদের আইপিএলের দল পেতে চাইছে আট ফ্রাঞ্চাইজি, জানুন বিস্তারিত