
IND vs SL 2023 – রাজকোটের মাঠে বছরের শুরুতেই দেখা মিললো সূর্য ঝড়ের। সূর্যের তেজে ছাড়খাড় হয়েছে গোটা লঙ্কা শিবির। শনিবার দুর্দান্ত একটা সেঞ্চুরি এসেছে সূর্য কুমার যাদবের ব্যাট থেকে। সতীর্থের ফের এমন একটা ঝকঝকে পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন হার্দিক। পাশাপাশি জানিয়েছেন সূর্যের এমন মারমূখী হয়ে ওঠায় বিপক্ষের বোলারদের মানসিকতায় দারুণ প্রভাব ফেলে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের নির্নায়ক ম্যাচে কেরিয়ারের তৃতীয় টি টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব। ৫১ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ইনিংসে ছিলো মোট সাতটি চার এবং নয়টি ছক্কা। (IND vs SL 2023)
সূর্যের এমন দাপুটে পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভারত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২৮ রান তুলেছিলো। জবাবে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারত ম্যাচ জেতে ৯১ রানে। (IND vs SL 2023)
Starting the year right 🏆🇮🇳 pic.twitter.com/Kb46lOALhT
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 7, 2023
ফের টি টোয়েন্টি ক্রিকেটে এমন একটি বিধ্বংসী ইনিংস খেলায় সতীর্থের ভূয়সী প্রশংসা করেছেন হার্দিক পান্ডিয়া। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন – (IND vs SL 2023)
“মনে হচ্ছে শ্রীলঙ্কা বনাম সূর্য কুমার যাদবের খেলা দেখলাম। জীবনটা খুব সহজ হয়ে যায় দলে সূর্যের মতো কেউ থাকলে। এরজন্য আমি বারবার বলে এসেছি, সূর্য কুমার যাদব ভারতের সাদা বলের ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। যেভাবে খেলা বদলে দেয়, যেভাবে শট খেলে, এই বিষয় গুলো বিপক্ষের বোলারদের মানসিকতায় মারাত্মক প্রভাব ফেলে।”
খেলতে নামার আগে সূর্যের সাথে কোনও বিষয় নিয়ে পরিকল্পনা করেছিলেন কি ? সেটা জানতে চাওয়া হলে হার্দিক পান্ডিয়া বলেছেন, এমনটা দরকার পড়েনা ওর ক্ষেত্রে, হার্দিকের বক্তব্য –
“সূর্য কে কিছু বলার দরকার নেই। আসলে যে ফর্ম এবং স্বচ্ছ ধারণা নিয়ে ও খেলছে, তাই ওকে আলাদা করে কিছু বোঝানোর দরকার পড়েনা। আসলে ও নিজের পরিকল্পনা গুলো সম্পর্কে ভীষণ স্পষ্ট। এই জন্যে এই ফর্ম্যাটে এতোটা সফল সূর্য। নিজের ক্ষমতার উপর কোনও সন্দেহ নেই ওর।
যখন কোনও রকম সমস্যার সন্মুখীন হয় সূর্য, আমার সাথে আলোচনা করে। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়না সূর্য কে কারোর কিছু শেখানোর আছে, আসলে মাঝে মধ্যে কিছু বিষয় ধারণা গুলো স্পষ্ট করে দিতে হয়।”
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত দ্রুত উইকেট হারায় ইশানের কিষাণের। পরবর্তী সময়ে শুভমান গিল এবং সূর্য কুমার যাদব তৃতীয় উইকেটে ১১১ রান জুড়ে ভারতকে ম্যাচে ফেরায়।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : সূর্যের জন্যে ইনস্টাগ্রামে বিশেষ কিছু কথা বললেন কোহলি