IND vs SL 2023 : খারাপ শট বাছাই করে ডোবে স‍্যামসন, ভারত তারকার চরম সমালোচনা করলেন গাভাস্কার

0
36
IND vs SL 2023 : Sunil Gavaskar not happy with Sanju Samson after he throws his wicket in 1st T20I vs Sri Lanka, drops catch later
IND vs SL 2023 : Sunil Gavaskar not happy with Sanju Samson after he throws his wicket in 1st T20I vs Sri Lanka, drops catch later

IND vs SL 2023 : মঙ্গলবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে খেলার অভিজ্ঞতা একেবারেই ভালো নয় সঞ্জু স‍্যামসনের। এদিন চার নম্বরে ব‍্যাট করার সুযোগ পেয়েছিলেন সঞ্জু, হাতে ১৪ ওভার ব‍্যাট করার হাতছানি ছিলো তার কাছে, কিন্তু একবার ধনঞ্জয় ডে’সিলভা তার ক‍্যাচ মিস করলেও সেই জীবনদান কোনও কাজে লাগাতে পারেননি এই তারকা ভারতীয় ব‍্যাটার।

একই ওভারে যে শট খেলতে গিয়ে আউট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সঞ্জু’র, ঠিক সেই শট ফের খেলার চেষ্টা করেন দ্রুত রান করার জন্য, কিন্তু টপ এজড হয়ে সোজা থার্ড ম‍্যানের হাতে গিয়ে বল জমা পড়ে, ছয় বলে পাঁচ রান করে আউট হয়ে যান সঞ্জু স‍্যামসন। (IND vs SL 2023) 

অনেকেই মনে করেন দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি একটা ম‍্যাচ খেলার সুযোগ পান না সঞ্জু স‍্যামসন। (IND vs SL 2023)  কিন্তু এদিনের খেলা চলার মাঝেই সঞ্জু্র সমালোচনা ক‍রে কিংবদন্তি ভারতীয় ব‍্যাটার সুনীল গাভাস্কার বলেছেন, এরকম ভাবে খেলে নিজের প্রতিভার প্রতি সঠিক বিচার করছেন না,

“এবার এজ হয়ে যাওয়া বল থার্ডম‍্যানের হাতে গিয়ে তালুবন্দী হলো। কি অসাধারণ ক্রিকেটার সঞ্জু। অসম্ভব প্রতিভাবান একজন ক্রিকেটার সঞ্জু স‍্যামসন, কিন্তু বেশ কিছু সময় তার শট বাছাই’ই তাকে বিপদের মুখে ঠেলে দেয়, এবারও তেমন ভাবেই হতাশ করলেন সঞ্জু।”

সুনীল গাভাস্কারের মতো একই সুর শোনা গেছে গৌতম গম্ভীরের বক্তব্যে, সঞ্জু স্যামসনের সুযোগ হাতছাড়া করার পরিপ্রেক্ষিতে Star Sports এ গম্ভীর বলেছেন,

“আমরা সব সময় সঞ্জুর প্রতিভার প্রশংসা করি, ওর কিন্তু এই সব সুযোগ গুলোকে কাজে লাগানো উচিত।”

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : “কে কি বললো, অতো পাত্তা দিইনা”, সমালোচকদের মুখে ঝামা ঘোষলো রোনাল্ডো 

উইকেট কিপার হিসেবেও একজন পরীক্ষিত ক্রিকেটার সঞ্জু স‍্যামসন। কিন্তু সাধারণত আউট ফিল্ডে দাপুটে ফিল্ডিং পারফরম্যান্সের জন‍্যেও অনেকের সমীহ আদায় করে নিয়েছেন তিনি। কিন্তু মঙ্গলবার তাকে তার পরিচিত মেজাজে ফিল্ডিং’ও করতে দেখা যায়নি।

নতুন বলে বোলিং করতে কাজের কাজটি প্রায় করেছিলেন হার্দিক পান্ডিয়া। মিড অফের দিকে একটি ভুল শট চালিয়ে বসেন পাথুম নিশাঙ্কা। বেশ কিছুটা দৌড়ে এসে সেই ক‍্যাচ তালুবন্দি করার চেষ্টা করেন স‍্যামসন, প্রথমে তাকে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও, শেষ পর্যন্ত বল ফস্কান তিনি। (IND vs SL 2023) 

এদিন থার্ডম‍্যানে ফিল্ডিং মিস করেছিলেন স‍্যামসন।যার জন্যে এক রানের বদলে তিন রানের মাশুল গুনতে হয় ভারতীয় দলকে। এক্ষেত্রে মাথায় রাখা উচিত, ওয়াংখেড়েতে এই ম‍্যাচ দুই রানে জিতেছিলো ভারত, তাই স‍্যামসনের এমন ভুল ম‍্যাচে ফারাক গড়ে দিতেই পারতো, এমনটাই আশঙ্কা সবার।

আশা রাখছি আগামী ম‍্যাচ গুলোতে আমরা একেবারেই পরিচিত মেজাজে পাবো সঞ্জু স‍্যামসন কে। বৃহস্পতিবার পুণেতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে মুখোমুখি হবে ভারত – শ্রীলঙ্কা। (IND vs SL 2023) 

আরও পড়ুনঃ Rishabh Pant : চিকিৎসার জন্যে মুম্বাইতে স্থানান্তর করা হচ্ছে ঋষভ পন্তকে