
IND vs SL 2023 – ৩ রা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত – শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে ভারত’কে সহ নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ৩২ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার চলতি বছর দুর্দান্ত ফর্মে আছেন। এরমধ্যে সহ অধিনায়কত্ব পাওয়াটা আলাদা মাত্রা যোগ করেছে।
এবছর ৩১ টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্কাই। করেছেন ১১৬৪ রান, ৪৬.৫৬ গড়ে। এইমুহুর্তে তিনি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছেন সৌরাষ্ট্রের বিরুদ্ধে। দ্বিতীয় দিনের খেলা শেষে একটি সাক্ষাৎকারে সূর্য কুমার যাদব ভারতের সহ অধিনায়কত্ব পাওয়ার বিষয় বলেছেন,
“সত্যি কথা বলতে আমি এটা আশা করিনি। তবে শেষ এক বছর যেমন ভাবে খেলেছি, এটা তারই ফল। আমার খুব ভালো লাগছে, আমি মুখিয়ে আছি দেশকে সহ অধিনায়কত্ব দেওয়ার জন্যে। খবরটা জানার পর নিজেকে প্রশ্ন করছিলাম, এটা স্বপ্ন নয় তো ?”
সূর্য কুমার যাদব জানিয়েছেন তার বাবা এই খবর জানিয়েছিলেন তাকে, তিনি বলেছেন,
“আমার বাবা সোশ্যাল মিডিয়ায় খুবই এ্যাক্টিভ, তিনি এই খবর জানিয়েছিলেন আমাকে। তারপর বাবার সাথে বেশ কিছু সময় আলোচনা হয়েছে। তিনি আমায় বলেছেন কোনও চাপ না নিতে, ব্যাটিংটা উপভোগ করতে।” (IND vs SL 2023)
Still feels like a dream, #SuryakumarYadav on becoming India's new T20I vice-captain
— TOI Sports (@toisports) December 28, 2022
Read 👉 https://t.co/5RJjmeoskA #INDvSL #INDvsSL #TeamIndia pic.twitter.com/uZotrpsx5Q
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022
আরও পড়ুনঃ Ramiz Raja : রামিজ রাজার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্তের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। এই ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন হার্দিক পান্ডিয়া, যিনি এবছর অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্স’কে আইপিএল জিতিয়েছিলেন। কেউ কেউ মনে করছেন হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব’কে কে কেন্দ্র করে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ছে ভারত। একটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন দুজনে। পান্ডিয়ার সাথে খেলার অভিজ্ঞতার বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, (IND vs SL 2023)
“আমার আর হার্দিকের মধ্যে সম্পর্ক বেশ ভালো। আমরা ভারত এবং এম আইয়ের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। একসাথে প্রচুর ব্যাট করেছি। হার্দিক খুব ভালো অধিনায়ক। সেটা আগে আইপিএলে দেখেছেন আপনারা, এখন দেশের হয়ে দেখছেন। আমি তার নেতৃত্বে খেলা উপভোগ করছি।”
India squad for Sri Lanka T20Is : (IND vs SL 2023)
Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.
আরও পড়ুনঃ IND vs SL 2023 : আসন্ন ভারত সফরের জন্য টি-২০ এবং ওডিআই স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা