IND vs SL 2023 : ইডেনে রোহিত চিন্তায় থাকবে শ্রীলঙ্কা, দাবী ওয়াসিম জাফরের

0
25
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "Sri Lanka will be wary of him" - Wasim Jaffer on prospect of facing Rohit Sharma at Eden Gardens

IND vs SL 2023 – বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত – শ্রীলঙ্কা। আর সেই ম‍্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা কে নিয়ে চিন্তায় থাকবে শ্রীলঙ্কা। তার প্রথম ম‍্যাচে পারফরম্যান্স দেখার পর এমনটাই বলেছেন ওয়াসিম জাফর।

চোট সারিয়ে মঙ্গলবার মাঠে ফিরে দারুণ ছন্দে দেখিয়েছিলো ভারত অধিনায়ক কে। ম‍্যাচে ৬৭ বলে ৮৩ রান করেছিলেন রোহিত। শুভমান গিলের সাথে ওপেনিং পার্টনারশিপে জোড়েন ১৪৩ রান‌। ভারত ম‍্যাচে তোলে ৩৭৩ রান।

ইডেনে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত খুবই বিপয্নক একজন ব‍্যাটার। ইডেনে ১২ টা আন্তর্জাতিক ম‍্যাচে ৫৭.৫৮ গড়ে ব‍্যাট করেছেন হিটম‍্যান। ২০১৪ সালে এই ইডেনে ২৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রোহিত। (IND vs SL 2023)

সেই ইনিংসের ব‌্যাপারে বলতে গিয়ে ওয়াসিম জাফর বলেছেন,

“রোহিত শর্মা ইডেনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামলে সবাই ওই ইনিংস (২৬৪) টার কথা বলেন। এই মাঠে ফাস্ট বোলাররা বেশি সাপোর্ট পায়‌। কলকাতার মাঠ খুবই পয়া রোহিতের কাছে, আইপিএলে সেঞ্চুরি আছে, ওয়ানডেতে ডবল সেঞ্চুরি আছে এছাড়া টেস্টেও সেঞ্চুরি আছে।

আমার মন বলছে রোহিত এরকমই ফর্মে খেললে শ্রীলঙ্কা মারাত্মক চাপে পড়ে যাবে। এছাড়া প্রথম ওয়ানডে ম‍্যাচে যেভাবে ব‍্যাট করেছে সেক্ষেত্রে চাপে পড়তে একপ্রকার বাধ্য লঙ্কার বোলাররা। দেখি সবার জন্যে কি অপেক্ষা করছে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারত – শ্রীলঙ্কা ম‍্যাচের মাঝে ইডেনে পেলে স্মরণ, অভিনব উদ্যোগ CAB -র

India squad for Sri Lanka ODIs: Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel,  Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ PSG : আজ ফের মাঠে নামছে মেসি – নেইমার জুঁটি