শ্রীলঙ্কা ক্রিকেট দল ২০২৩-এর সূচনা করবে ভারত সফর দিয়ে। (IND vs SL 2023) ভারতে এসে তাদের বিরুদ্ধে সাদা-বলের সিরিজ দিয়ে নতুন বছর শুরু করবে লঙ্কা বাহিনী। কার্যত, শ্রীলঙ্কা’র বিরুদ্ধে এই সাদা বলের সিরিজের জন্য ভারত মঙ্গলবার রাতেই তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।
হার্দিক পাণ্ডিয়া টি-টোয়েন্টি এবং রোহিত শর্মা ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন এমনটাই ঠিক করা হয়েছে। এবার বুধবার ভারত সফরের জন্য টি-টোয়েন্টি সহ ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষণা করলো শ্রীলঙ্কা। (IND vs SL 2023)
প্রসঙ্গত, ৩১ শে ডিসেম্বর ভারতে পৌঁছতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট টিম। তার আগে আনুষ্ঠানিক ভাবে স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা’র টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শ্রীলঙ্কা ছিটকে গেলেও, শানাকার প্রতি আস্থা রেখেছে লঙ্কা ক্রিকেট বোর্ড। (IND vs SL 2023)
তবে আশ্চর্যজনক ভাবে ভানুকা রাজাপক্ষে’কে ওডিআই দলে রাখা হয়নি। অথচ তার মতো প্লেয়ার দলে থাকা মানেই বিপক্ষ টিম চাপে থাকে। তিনি ভয়ানক স্ট্রোক খেলে প্রতিপক্ষ’কে চমকে দিতে পারেন। যদিও তিনি টি-টোয়েন্টি দলে রয়েছেন।
এদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা সাদা বলের দুটি স্কোয়াডে থাকলেও, তাকে শুধুমাত্র টি-টোয়েন্টি’র জন্য সহ অধিনায়ক করা হয়েছে। ওডিআই-এর জন্য সহ-অধিনায়ক বাছা হয়েছে কুশল মেন্ডিস’কে। যদিও তিনি টি-টোয়েন্টি স্কোয়াডেও রয়েছেন। (IND vs SL 2023)
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ রা জানুয়ারি থেকে। এরপর ১০ ই জানুয়ারি থেকে শুরু হবে ওডিআই সিরিজ।
Sri Lanka Cricket Selection Committee selected a 20-member squad to take part in the upcoming Sri Lanka tour of India 2022/23.https://t.co/cqip2PBT3R #INDvSL
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) December 28, 2022
আরও পড়ুনঃ MS Dhoni : ধোনি’র মেয়ে’কে নিজের সই করা জার্সি উপহার দিলেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি
Sri Lanka squad for three-match ODI series against India : (IND vs SL 2023)
Dasun Shanaka, Pathum Nissanka, Avishka Fernando, Sadeera Samarawickrama, Kusal Mendis, Charith Asalanka, Dhananjaya de Silva, Wanindu Hasaranga, Ashen Bandara, Maheesh Theekshana, Jeffrey Vandersay,Chamika Karunaratne, Dilshan Madushanka, Kasun Rajitha. Dunith Wellalage, Pramod Madushan, Lahiru Kumara, and Nuwanidu Fernando.
Sri Lanka squad for three-match T20I series against India : (IND vs SL 2023)
Dasun Shanaka, Pathum Nissanka, Avishka Fernando, Sadeera Samarawickrama, Kusal Mendis, Bhanuka Rajapaksa, Charith Asalanka, Dhananjaya de Silva, Wanindu Hasaranga, Ashen Bandara, Maheesh Theekshana, Chamika Karunaratne, Dilshan Madushanka, Kasun Rajitha, Dunith Wellalage, Pramod Madushan, Lahiru Kumara, and Nuwan Thushara.
আরও পড়ুনঃ ICC Test Rankings : মীরপুরে শাকিব’দের হারানোর চমকপ্রদ পুরষ্কার পেলেন অশ্বিন-আইয়ার, জানুন বিস্তারিত