IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে খেলার সুযোগ পাবেন না সূর্য কুমার যাদব, দাবী ভারত তারকার

0
93
IND vs SL 2023 : 'SKY ke Liye Jagah Nahi Ban Pai': Ex-opener Picks His India XI for 1st Sri Lanka ODI, Unable to Put Suryakumar
IND vs SL 2023 : 'SKY ke Liye Jagah Nahi Ban Pai': Ex-opener Picks His India XI for 1st Sri Lanka ODI, Unable to Put Suryakumar

IND vs SL 2023 : নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ম‍্যাচের প্রথম একাদশ বাছাই করা কালীণ আকাশ চোপড়া বলেছেন চার এবং পাঁচ নম্বরে শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুলকে ব‍্যাট করার জন্যে বাছাই করেছেন, ছয় নম্বরে ব‍্যাট করার জন্যে তার পছন্দ হার্দিক পান্ডিয়া, তার বক্তব্য,

“চার এবং পাঁচ নম্বরে শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুলের খেলা উচিত, এবার এই দুই ক্রিকেটারের মধ্যে পাঁচ নম্বরে কেউ একজন ব‍্যাট করলে, সূর্য কুমার যাদবের এই দলে ঢোকা সম্ভব নয় একেবারে। কারণ তিনি ছয় নম্বরে ব‍্যাট করার সুযোগ পাবেন না। সেখানে হার্দিক পান্ডিয়া খেলবেন। কারণ দলের প্রথম ছয় ক্রিকেটারের মধ্যে অন্তত একজন কে প্রথম ছয় জনের মধ্যে প্রয়োজন যে বোলিং করতে পারে অন্তত।”

এরপর পরিস্থিতির জেরে সূর্য কুমার যাদবকে জাতীয় দলে নিজের জায়গা হারাতে হতে পারে বলেই আশঙ্কা করেছেন আকাশ চোপড়া, তার বক্তব্য, (IND vs SL 2023)

“এর ফলে সূর্য কুমার যাদবের এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়া ভীষণ কঠিন। ওর বিষয় কোনও সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন একটি কাজ হতে চলেছে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের জন্যে।”

আরও পড়ুনঃ Indian Cricket : জাতীয় দল আগে, আইপিএল নয় – রোহিত, বুমরাহ’দের কড়া কথা শোনালেন গম্ভীর

এই মুহূর্তে ভারতীয় দলের প্রথম একাদশে শ্রেয়স আইয়ারের খেলাটা এক প্রকার নিশ্চিত। পঞ্চম পজিশনের জন্যে জোর লড়াই চলবে রাহুল এবং সূর্য কুমার যাদবের মধ্যে।উইকেট কিপার হিসেবে ইশান কিষাণের খেলা পাঁকা বলা যায়, টি টোয়েন্টি সিরিজের শেষ ম‍্যাচে সূর্যের সেঞ্চুরি তাকে ওডিআইতে খেলার বিষয় অনেকটা এগিয়ে দিয়েছে বলা চলে। (IND vs SL 2023)

মঙ্গলবার ১০ ই জানুয়ারি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত‍্যাবর্তন করতে চলেছেন তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। (IND vs SL 2023)

India squad for Sri Lanka ODIs : Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Jasprit Bumrah Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ Rohit Sharma : মুম্বাই ইন্ডিয়ান্সে ১২ বছর পূর্ণ করলেন রোহিত, বিশেষ উপহার পেলেন ফ্রাঞ্চাইজি’র তরফ থেকে