IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইতে দারুণ হাফ সেঞ্চুরি করলেন শুভমান গিল, নেটিজেনরা করলেন প্রশংসা

0
18
IND vs SL 2023 : Shubman Gill scores a brilliant half-century in first ODI against Sri Lanka, netizens praise him
IND vs SL 2023 : Shubman Gill scores a brilliant half-century in first ODI against Sri Lanka, netizens praise him

IND vs SL 2023 – অধিনায়ক রোহিত শর্মার আস্থার দাম রাখলেন শুভমান গিল। ইশান কিষাণের পরিবর্তে ওপেনার হিসেবে তার উপর আস্থা রেখেছিলো রোহিত। এদিন গুয়াহাটিতে ৬০ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেললেন শুভমান ১১ টা বাউন্ডারি সহ, ম‍্যাচের ২০ তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকার বিরুদ্ধে এলবিডব্লিউ হন তিনি।

ওপেনিং উইকেটে রোহিত শর্মার সাথে ১৪৩ রান জুড়েছিলেন এই ২৩ বছর বয়সী ভারতীয় ব‍্যাটার। প্রথম উইকেটে তারা এমন দারুণ পার্টনারশিপ জোড়ার ফলে ভারতের মিডল অর্ডার নিজেদের উইকেটে সেট করতে খানিকটা সময় পাবে। (IND vs SL 2023)

প্রথম ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেছিলেন তিনি শুভমান গিলের সাথে ওপেন করবেন এই ম‍্যাচে।

ইদানিং সময়ের ইশান কিষাণের পারফরম্যান্সের দারুণ প্রশংসা করেছেন রোহিত। কিন্তু ভারত অধিনায়কের মতে আপাতত ওপেন করার সুযোগ টা শুভমান গিলের প্রাপ‍্য। (IND vs SL 2023)

শিখর ধাওয়ানকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়নি। এই মুহূর্তে ভারতীয় দলের ওপেনিং স্লটে জায়গা দখলের জন্যে লড়াই চলবে শুভমান গিল এবং ইশান কিষাণের সাথে। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : প্রতিভার অপমৃত্যু, সূর্য কুমার যাদব প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে খেলার সুযোগ না পাওয়ায় চটলো ফ‍্যানেরা

“ইদানিং সময় এই দুই ওপেনার দারুণ খেলেছে। কিন্তু আমার মনে হয়েছে এখন গিলের সুযোগ পাওয়াটা প্রাপ‍্য, বিশেষ করে শেষ কয়েকটি ম‌্যাচে ও যা রান করেছে, সেই গুলো দেখলে। আমি ইশানের থেকে কোনও কিছু কেড়ে নিচ্ছি না, ও আমাদের জন্যে প্রচুর রান করেছে। ও একটি ডবল সেঞ্চুরি করেছে সম্প্রতি, আর আমি জানি একটা ডবল সেঞ্চুরি করতে হলে কতোটা পরিশ্রম করতে হয়। এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট। কিন্তু তার আগে যারা ভালো খেলে এসেছে তাদেরকে’ও আমার দেখতে হবে, সেটা তো আর এড়ানো যায়না। তাদেরকেও যথেষ্ট সুযোগ দেওয়ার প্রয়োজন আছে।”

ইশানের প্রথম ম‍্যাচটা মিস করাটা খুবই দুর্ভাগ্যজনক, তবে রোহিতের মতে সবাইকে সমান সুযোগ দেওয়াটা ভীষণ দরকার এখন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন,

“এটা খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে যে ইশানকে আমরা খেলাতে পারছিনা। কিন্তু দেখুন শেষ ৮-৯ মাস আমাদের সাথে কি হয়েছে। দেখুন ওয়ানডেতে আমরা কি করেছি। গিলকে এখন আমাদের ওপেন করাতে হবে, ও ইদানিং খুব ভালো খেলেছিলো ওই পজিশনে। আমরা অবশ্যই ইশানকে কাজে লাগানোর চেষ্টা করবো ভবিষ্যতে।”

India (Playing XI) : (IND vs SL 2023)

Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Hardik Pandya, Axar Patel, Mohammed Shami, Umran Malik, Mohammed Siraj, Yuzvendra Chahal

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ঘনঘন ভারতের অধিনায়ক বদল দেখে বিরক্ত প্রাক্তন তারকা