
IND vs SL 2023 – তখন ম্যাচে রানতাড়া করে জয়ের মরিয়া চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা আউট হয়ে ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। খেলার রং বদলানোর জন্যে মারমূখী মেজাজে দেখা মেলে তার।
ইনিংসের ৩২ তম ওভারে যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে দাপুটে ব্যাট চালান তিনি। সংশ্লিষ্ট ওভারের শেষ বলে অবশ্য শেষ হাসি হাসেন চাহাল, হাসারাঙ্গার উইকেট তুলে নেন তিনি। যদিও ডিপ মিড উইকেটে তাকে তালুবন্দী করতে গিয়ে বড়সড় বিপদের মুখোমুখি হচ্ছিলেন শ্রেয়স আইয়ার এবং উমরান মালিক। যদিও পরিস্থিতি সামাল দিয়ে হাসারাঙ্গা কে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন শ্রেয়স আইয়ার।
এদিন বছরের প্রথম ওয়ানে ম্যাচে জয় দিয়ে শুরু করলো ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক সানাকা প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৩ রান তুলেছিলো ভারত। কেরিয়ারের ৪৫ তম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কোহলি এদিন। এছাড়া শুভমান গিল এবং রোহিত শর্মা যথাক্রমে ৭০ এবং ৮৩ রান করেছিলেন। শ্রীলঙ্কার তরফে সর্বাধিক উইকেট নিয়েছেন রাজিথা, তিনটি উইকেট নিয়েছেন। (IND vs SL 2023)
ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিলো ৩৮ ওভার শেষে ৮ উইকেটে ২০৬ রান। কিন্তু পরবর্তী সময় সানাকা একটা অদম্য লড়াই চালায়, এবং নবম উইকেটে রাজিথার (৯*) সাথে অপরাজিত শতরানের পার্টনারশিপ জোড়েন। (IND vs SL 2023)
— IPLT20 Fan (@FanIplt20) January 10, 2023
আরও পড়ুনঃ IND vs SL 2023 : সামিকে সানাকাকে আউট করতে দিলেন না রোহিত, দেখুন ভিডিও
শেষ ওভারের দিকে জমে উঠেছিলো খেলার মজা।সানাকা তখন ৯৮ * রানে অপরাজিত। ওই রকম একটা সময় তাকে মানকাড করে আউট করেন মহম্মদ শামি, কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা শামির সাথে আলোচনা করে সেই আবেদন বাতিল করে দেন।
দাসুন সানাকার লড়াকু ১০৮ * রানের সেঞ্চুরির উপর নির্ভর করে ৮ উইকেটে ৩০৬ রান করে ম্যাচ শেষ করে লঙ্কা ব্রিগেড। ভারত ম্যাচ জেতে ৬৭ রানে। ভারতের তরফে সর্বাধিক উইকেট নিয়েছেন উমরান মালিক, ৩ টে। দুটো উইকেট তুলে নিয়ে প্রথমে লঙ্কা শিবির ধসিয়ে ছিলেন সিরাজ। একটি করে উইকেট নেন শামি, পান্ডিয়া এবং চাহাল।
বৃহস্পতিবার, সিরিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।
আরও পড়ুনঃ Shakib Al Hasan : ফের আম্পায়ারের সাথে ঝামেলা করে বিতর্কে সাকিব, দেখুন ভিডিও