IND vs SL 2023 : ভারতীয় দলে স্থান ধরে রাখার প্রতিকূলতা নিয়ে বিস্তারিত জানালেন শ্রেয়স আইয়ার

0
12
IND vs SL 2023 : Shreyas Iyer elaborates on odds of retaining spot in Indian squad
IND vs SL 2023 : Shreyas Iyer elaborates on odds of retaining spot in Indian squad

IND vs SL 2023 – ভারতের ওয়ানডে দলে জায়গা করে নিতে হলে কেমন কঠিন পরিস্থিতির সন্মুখীন হতে হয়, তা জানালেন শ্রেয়স আইয়ার। গত বছর জাতীয় দলের জার্সি গায়ে চোখ ধাঁধানো ক্রিকেট খেলেছিলেন শ্রেয়স আইয়ার, সব ধরনের ফর্ম‍্যাট মিলিয়ে ২০২২ সালের ভারতের সর্বাধিক স্কোরার ছিলেন তিনি, করেছিলেন মোট ৭২৪ রান। ৫০ ওভারের ক্রিকেটে তার গড় ৫৫.৬৯।

বর্তমানে ভারতের ওয়ানডে দলের মিডর অর্ডারে স্থান নিশ্চিত করার লড়াই দারুণ জমে উঠেছে শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব এবং কে এল রাহুলের মধ্যে। এনাদের তিন জনের মধ্যে এই মুহূর্তে যেকোনো দুজন মাত্র সুযোগ পেতে পারেন ভারতের প্রথম একাদশে। কারণ রাহুল কে মিডল অর্ডার এবং উইকেট কিপার করে এগোচ্ছে ভারতীয় দল। (IND vs SL 2023)

দলে সুযোগ পাওয়ার কম্পিটিশন হোক বা বাইরের সমালোচনা এসব থেকে নিজেকে দুরে রেখে আপাতত শ্রেয়স আইয়ারের সমস্ত ফোকাস তার রুটিন এবং ফোকাসের উপর। (IND vs SL 2023) গুয়াহাটিতে সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচের প্রাক্কালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন,

“ভারতের হয়ে খেলার সময় চাপটা একটু বেশি মাত্রায় থাকে। সেই চাপ নিয়ন্ত্রণ করা যায়না। তাই নিজের উপর ফোকাস রাখার চেষ্টা করি, কম্পিটিশন বা বাইরের লোক কে কি বলছে ওসব নিয়ে বিন্দুমাত্র ভাবনা চিন্তা করিনা। নিজেকে কান কালা মনে করে শুধুমাত্র রুটিন এবং প্রসেসের উপর ফোকাস রাখি। কোনও ম‍্যাচ খেলতে নামার আগেও এই সব বিষয় গুলোর উপরেই ফোকাস রাখি।”

আরও পড়ুনঃ Karim Benzema : বেঞ্জেমাকে চাইছে ম‍্যানচেস্টার ইউনাইটেড

একটা পার্টিকুলার অপজিশনের বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে নামার সময় কিভাবে প‍রিকল্পনা করেন তিনি। সেই বিষয় জানতে চাওয়া হলে শ্রেয়স আইয়ার বলেন,

“খেলার আগে বিপক্ষের বোলারদের নিয়ে পড়াশোনা করতে হয়, আমি ম‍্যাচের আগে কল্পনায় প্রতিপক্ষের বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলার চেষ্টা করি। কিভাবে একজন বোলার আমার বিরুদ্ধে বোলিং করবে, কি হতে পারে তার প্ল‍্যান, সেই সব নিয়ে ভাবনা চিন্তা চলে আমার মাথায়।

এই ছোটো ছোটো বিষয় গুলো অ্যানালাইজ করি। তারপর যখন মাঠে খেলতে নামি, তখন আমার প্রবৃত্তির উপর বাকি কিছু ছেড়ে দিই। স‍্যুইপ এবং সদ‍্য শেখা কিছু নতুন শট ছাড়া খেলার সময় কোনও শট পূর্ব পরিকল্পনা করে মারিনা।”

এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টি দলে অপ্রাসঙ্গিক হলেও ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ সদস্য শ্রেয়স আইয়ার। গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের স্ট‍্যান্ড বাই স্কোয়াডে থাকলেও এবছর ৫০ ওভারের ভারতের বিশ্বকাপ দলে তার থাকা পাঁকা। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ Jasprit Bumrah : নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ’ও মিস করার পথে জসপ্রীত বুমরাহ