IND vs SL 2023 – এখনও অবধি ভারতের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার জার্নিটা বেশ ভালোই। তাই প্রতি ম্যাচের শেষে তাকে জাজ করাটা উচিত নয়, এমনটাই মনে করেন গৌতম গম্ভীর।
বৃহস্পতিবার ভারতের টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে কেরিয়ারে প্রথম বার হারের মুখোমুখি হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ম্যাচে শ্রীলঙ্কা কে প্রথম ব্যাট করতে পাঠায় ভারত। লঙ্কা ব্রিগেড তোলে ২০৭ রান। শেষে ১৬ রানে ম্যাচ হেরে যায় তারা। (IND vs SL 2023)
Star Sports এর আলোচনায় গৌতম গম্ভীরের কাছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির বিষয় মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন,
“এখনও অবধি হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি বেশ ভালোই লেগেছে আমার। প্রতি ম্যাচের পর পর কাউকে জাজ করা উচিত না। ভারত ম্যাচ হেরেছে বলে হার্দিকের ভুল আছে, এমনটা ভাবা উচিত নয়। কোনও বোলার নো বল করবে, সেটার উপর তো নিয়ন্ত্রণ রাখাটা হার্দিকের কাজ নয়।সেটা বোলারের দায়।”
আরও পড়ুনঃ Manchester United : এভার্টনকে হারিয়ে এফ এ কাপে যাত্রা শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড
গম্ভীরের মতে আগ্রাসী মনোভাব নিয়ে খেললেও একটা অদ্ভুত শান্ততা দেখা যায় হার্দিকের মধ্যে। (IND vs SL 2023) ভারতের এই প্রাক্তন অধিনায়ক বলেছেন,
“এখনও অবধি ক্যাপ্টেন হিসেবে হার্দিক যা যা করেছে তা খুবই উপভোগ্য। বেশ ভালো। ওকে খুব রিল্যাক্সড দেখায় সব সময়। কিন্তু আগ্রাসী মেজাজ নিয়েই খেলে। সব সময় সতীর্থদের পাশে থাকে। এই ছোটো ছোটো বিষয় গুলো ভীষণ গুরুত্বপূর্ণ।”
No doubt that Hardik Pandya is a good captain, don't understand why people after one loss start questioning. He and Team India will bounce back at Rajkot. We believe in 💙.#INDvsSL #INDvSL pic.twitter.com/VY80xisnZQ
— Sachin Chopra (@IamSachin03) January 5, 2023
তবে গম্ভীরের মতে এখনও অনেকটা পথ চলা বাকি অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। আশা রাখছেন ভবিষ্যতে আরো সমৃদ্ধ হয়ে উঠবেন হার্দিক, অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে দিয়ে।
আরও পড়ুনঃ Rishabh Pant : দ্রুত সেরে ওঠো ভাই, সতীর্থ পন্তকে বার্তা ডেভিড ওয়ার্নারের