IND vs SL 2023 : জাহির খানের উত্তরসূরী পেয়েছে ভারত, সিরাজের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

0
22
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "Set to become the replacement of Zaheer Khan" - Fans react to Mohammed Siraj's inspired new-ball spell in IND vs SL 1st ODI

IND vs SL 2023 – গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে দারুণ পারফরম্যান্স দিলো ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। খেলার শুরুতেই এই ভারতীয় পেসার দুটো উইকেট তুলে নিয়ে ভারতকে ম‍্যাচে চালকের আসনে বসিয়েছে। প্রথমে তিনি নেন আভিস্কা ফার্নান্দোর উইকেট, আর তারপর একটা অসাধারণ ডেলিভারিতে লঙ্কার উইকেট কিপার – ব্যাটার কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন তিনি।

এদিন তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজনরা। (IND vs SL 2023)

ম‍্যাচে ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করতে নেমে একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিলো ৩৮ ওভার শেষে ৮ উইকেটে ২০৬ রান। কিন্তু পরবর্তী সময় সানাকা একটা অদম্য লড়াই চালায়, এবং নবম উইকেটে রাজিথার (৯*) সাথে অপরাজিত শতরানের পার্টনারশিপ জোড়েন। (IND vs SL 2023)

শেষ ওভারের দিকে জমে উঠেছিলো খেলার মজা। সানাকা তখন ৯৮ * রানে অপরাজিত। ওই রকম একটা সময় তাকে মানকাড করে আউট করেন মহম্মদ শামি, কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা  শামির সাথে আলোচনা করে সেই আবেদন বাতিল করে দেন।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : এলবিডব্লিউ হলেন রোহিত, আউট দিলেন কোহলি, ভাইরাল হলো ভিডিও

পরবর্তী সময়ে সেঞ্চুরি করে সানাকা। শ্রীলঙ্কার কাছে এই হেরে যাওয়া ম‍্যাচে পাওনা হবে থাকবে দলের ক‍্যাপ্টেন দাসুন সানাকার সেঞ্চুরি।

ম‍্যাচে টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক সানাকা প্রথমে ব‍্যাট করতে পাঠায় ভারতকে। জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৩ রান তুলেছিলো ভারত। কেরিয়ারের ৪৫ তম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কোহলি এদিন। এছাড়া শুভমান গিল এবং রোহিত শর্মা যথাক্রমে ৭০ এবং ৮৩ রান করেছিলেন। শ্রীলঙ্কার তরফে সর্বাধিক উইকেট নিয়েছেন রাজিথা, তিনটি উইকেট নিয়েছেন।

জবাবে শ্রীলঙ্কা তাদের অধিনায়ক দাসুন সানাকার লড়াকু ১০৮ * রানের সেঞ্চুরির উপর নির্ভর করে ৮ উইকেটে ৩০৬ রান করে ম‍্যাচ শেষ করে। ভারত ম‍্যাচ জেতে ৬৭ রানে। ভারতের তরফে সর্বাধিক উইকেট নিয়েছেন উমরান মালিক, ৩ টে। দুটো উইকেট তুলে নিয়ে প্রথমে লঙ্কা শিবির ধসিয়ে ছিলেন সিরাজ। একটি করে উইকেট নেন শামি, পান্ডিয়া এবং চাহাল।

এই জয়ের ফলে ৩ ম‍্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব‍্যবধানে  এগিয়ে গেলো ভারত।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অসাধারণ ডেলিভারিতে কুশল মেন্ডিসের স্টাম্প ছিটকে দিলেন সিরাজ, দেখুন ভিডিও