IND vs SL 2023 – সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার সাবা করিম। সিরিজের প্রথম এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
দলকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হার্দিক তার সতীর্থদের কাছে (IND vs SL 2023)। ভারতীয় দলের এই বদলে যাওয়া মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন করিম, তার বক্তব্য –
“টসে জিতে হার্দিক বরাবর সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পুণেতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে প্রথমে ব্যাট করা দলের রেকর্ড ভালো। সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো, যা তার দলকে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়, এর থেকে পরিচয় পাওয়া যায় ক্রমশ বদল আসছে ভারতীয় দলে।”
Picture perfect! 📷 #TeamIndia pic.twitter.com/N68FerBHOk
— BCCI (@BCCI) January 7, 2023
খুব বেশি ক্যাপ্টেন্সি দেওয়ার অভিজ্ঞতা নেই হার্দিক পান্ডিয়ার। কিন্তু তার নেতৃত্বে গুজরাট টাইটান্স অভিষেক বছরে আইপিএল জেতার দারুণ রেকর্ড গড়েছিলো। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জেতার পর সাংবাদিক সম্মেলনে হার্দিক পান্ডিয়ার কাছে জানতে চাওয়া হয়, গুজরাট টাইটান্স কে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কতোটা সাহায্য করেছে তাকে, জবাবে হার্দিক বলেছেন – (IND vs SL 2023)
“আমার কোনও জুনিয়র দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিলো না সত্যি কথা বলতে। অনূর্ধ ১৬ ক্রিকেট একবার বরোদাকে নেতৃত্ব দিয়েছিলাম। গুজরাট টাইটান্সে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেমন ধরনের কোচের সাথে কাজ করেছি আমি। আশিস নেহেরা আমার জীবনটাই বদলে দিয়েছে। আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা অনেকটা একই রকম। ওনার সহচার্য পেয়েছি বলে আমার ক্যাপ্টেন্সি আরো সমৃদ্ধ হয়েছে। আমার থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করেছে। আমাকে নিরাপত্তা দিয়েছে বিষয়টা। বিষয়টা অবশ্যই সাহায্য করেছে আমাকে।”
শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে (IND vs SL 2023) রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটারেরা খেলেননি, পান্ডিয়া অপেক্ষাকৃত অনভিজ্ঞ ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন এই সিরিজে।
আরও পড়ুনঃ Suryakumar Yadav : কোহলির ইনস্টা স্টোরিতে তিনি, মজা পেলে সূর্য কুমার যাদব, দেখুন ভিডিও
কতোটা চ্যালেঞ্জিং ছিলো বিষয়টি, সেটা জানতে চাওয়া হলে হার্দিক বলেন –
“একটি ইয়ং টিমকে ম্যানেজ করা খুব একটা কঠিন কোনও বিষয় নয়। তবে কিছু সময় ওরা ভুল করে, এবং সেই ভুল থেকেই শিক্ষা নেয়। আমরা সবাই নিজেদের করা ভুল থেকেই শিখি, এবং এই বিষয়টা আমাদের শেখাতে সাহায্য করে। মেনে নেওয়াটা ক্রিকেটের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানিয়ে না নিতে পারলে বেশি দুর এগানো সম্ভব নয়।”
এরপর হার্দিক কে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (IND vs SL 2023) খেলতে দেখা যাবে। মঙ্গলবার থেকে শুরু হবে সেই সিরিজ। এই সিরিজে ফের ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মা কে।