
ভারত অধিনায়ক রোহিত শর্মা’র প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করলেন (IND vs SL 2023) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। শ্রীলঙ্কা’র বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচের আগে রোহিতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন কর্ণাটকের এই তারকা।
গুয়াহাটি’তে প্রথম ওডিআইয়ের আগে একটি সংবাদ সম্মেলনে রোহিত জানিয়েছিলেন, শ্রীলঙ্কা’র বিরুদ্ধে ওপেনার হিসেবে তার সঙ্গে শুভমন গিল নামবেন মাঠে। ইশান কিষাণ’কে এখনও একটু অপেক্ষা করতে হবে বলে জানিয়েছিলেন তিনি। যদিও ভারতের শেষ খেলা ওডিআই’তে এই ইশান’ই বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত দ্বিশতরান করেন। (IND vs SL 2023)
আর রোহিতের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন ভেঙ্কটেশ প্রসাদ। তার বক্তব্য, কীভাবে শেষ ওডিআই’তে ডবল সেঞ্চুরি করা ওপেনার’কে এভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। (IND vs SL 2023)
ইশান ও গিল’কে নিয়ে রোহিতের মতামতের একটি ভিডিয়ো রিট্যুইট করে তার ক্যাপশনে ভেঙ্কটেশ প্রসাদ লেখেন,
“যে ভারতের শেষ ওডিআই’তে ডবল সেঞ্চুরি করেছে, মনে করেছিলাম তাকে যোগ্য সুযোগ দেওয়া হবে। এমন এক সিরিজে এই ডবল সেঞ্চুরি এসেছিল যেখানে পরপর দুটো ম্যাচ হেরে সিরিজ’টাই হাতছাড়া হয়েছিল। গিলের সামনে এখনও প্রচুর সময় আছে। কিন্তু সদ্য ডবল সেঞ্চুরি করা কোনও খেলোয়াড়’কে এভাবে বসানো যায় না।”
এরপর ইশানের পক্ষে সওয়াল করে ভেঙ্কটেশ আরও লেখেন,
“যদি গিল’কে খেলাতেই হয়, তাহলে আমার মতে তাকে তিন নম্বরে নামানো উচিত। কেএল রাহুলের বদলে ইশান কিষাণ’কে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া উচিত।”
এরপর আরও এক বিস্ফোরক মন্তব্য করে ভেঙ্কটেশ লেখেন,
“আমরা ওডিআই’তে বরাবর আন্ডারপারফর্ম করছি কারণ আমরা প্রতিনিয়ত ভালো খেলা ক্রিকেটার’কে বসিয়ে দিচ্ছি। আমরা দুর্দান্ত ক্রিকেটার’দের বদলে মাঝারি মানের খেলোয়াড়’দের বেছে নিচ্ছি।”
এর উদাহরণস্বরূপ ভেঙ্কি লেখেন, (IND vs SL 2023)
“ইংল্যান্ডে পন্ত শেষ ওডিআই’তে সেঞ্চুরি করেছিল এবং ভারত’কে সিরিজ জিততে সাহায্য করেছিল। তবে টি-টোয়েন্টি ফর্মের ভিত্তিতে ওয়ানডে দল থেকে বাদ পড়ে ও। অন্যদিকে কেএল রাহুল দুই ইনিংস টানা ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও নিজের জায়গা ধরে রেখেছে। পারফর্ম্যান্সই প্রধান বিষয় নয়। এটা খুবই দুঃখজনক।”
আরও পড়ুনঃ Gareth Bale : ফুটবল কে বিদায় জানালেন গ্যারেথ বেল
Think fair would have been to give chance to a man who scored a double hundred in India’s last ODI, and in a series where India lost two games and the series.
— Venkatesh Prasad (@venkateshprasad) January 9, 2023
Have all the time in the world for Gill, but no way you drop a player for scoring a double ton. https://t.co/LbzKKH8ynw
এর আগে রোহিত শর্মা সাংবাদিক’দের বলেছিলেন,
“দুই ওপেনারই (শুভমন গিল ও ইশান কিষাণ) খুব ভালো পারফর্ম করেছেন। তবে আমার মনে হয় গিল’কে সুযোগ দেওয়া সঠিক হবে। শেষ কয়েকটি ম্যাচে গিল বেশ রান করেছে। ইশান’ও রান করেছে অনেক। আমাদের জন্য ইশান দুর্দান্ত খেলেছে। ডবল সেঞ্চুরি করেছে, এবং আমি জানি, একটা ডবল সেঞ্চুরি করা কতটা কঠিন। এটা এক দুর্দান্ত মাইলফলক।
তবে এটা খুব দুঃখজনক যে আমরা ইশান’কে খেলাতে পারবো না। গত ৮-৯ মাসের পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে গিল’কে খেলানোর পক্ষপাতি আমি।”
এদিকে এই কথা বলেও ইশানের জন্য দরজা পুরোপুরি বন্ধ করে দেননি রোহিত শর্মা। (IND vs SL 2023) বিশ্বকাপের কথা মাথায় রেখে সবাইকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক।
আরও পড়ুনঃ Roberto Martinez : সদ্য বেলজিয়ামের দায়িত্ব ছাড়া কোচের হাতে দায়িত্ব তুলে দিলো রোনাল্ডোর দেশ