IND vs SL 2023 – ফর্ম হারিয়েছেন রোহিত শর্মা, দ্রুত তিনি চেনা ছন্দে ফিরুক, এমনটাই চাইছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।
শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। মঙ্গলবার, ১০ ই জানুয়ারি সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে। বাংলাদেশ সফরে ওডিআই সিরিজ চলাকালীন আঙুলে চোট পান রোহিত, এরপর সংশ্লিষ্ট সফরের টেস্টে খেলা হয়ে ওঠেনি তার। মাঝে খানিকটা বিরতি নিয়ে ফের চনমনে মেজাজে মাঠে নামতে দেখা যাবে তাকে। (IND vs SL 2023)
Star Sports এ আলোচনা চলাকালীণ ইরফান পাঠানের কাছে জানতে চাওয়া হয় রোহিত শর্মার থেকে এবছরের শুরুতে কেমন পারফরম্যান্সের আশা রাখছেন তিনি, জবাবে ইরফান বলেছেন, (IND vs SL 2023)
“রোহিত শর্মার যে মাপের ব্যাটার, সেক্ষেত্রে এখন নিজে চেনা ছন্দে ব্যাট করতে পারছেন না এই ভারতীয় ব্যাটার। কিন্তু ও একজন বিরাট মাপের ক্রিকেটার। ২০১৯ সালের বিশ্বকাপে একাই পাঁচটি সেঞ্চুরি করেছিলেন তিনি। সেইবার দারুণ ব্যাট করেছিল রোহিত, ও নিশ্চিত এখন সেইসব দিনে কথা ভেবে নিজের ফর্ম খুঁজে পাওয়ার জন্য ফর্ম ফিরে পাওয়ার জন্য মরিয়া থাকবে রোহিত।”
This is my favourite innings of Rohit Sharma of 2022!
— Ankit Sharma (@AnkitSharma8878) January 1, 2023
Greatest Odi inning of 2022🐐!#RohitSharma𓃵 ! @ImRo45 pic.twitter.com/T7wz2jjPcv
আরও পড়ুনঃ IND vs SL 2023 : এখনই বুমরাহ চেনা ছন্দে বোলিং করতে পারবেনা, দাবী ভারতের প্রাক্তন কোচের
Rohit Sharma in last 7 innings against Sri Lanka in ODIs:
— CricketMAN2 (@ImTanujSingh) January 8, 2023
•Innings – 7
•Runs – 564
•Average – 112.8
•Hundreds – 4
•Highest score – 208*
রোহিত ছন্দে থাকলে এবছর ওডিআই বিশ্বকাপে এই ভারতীয় দলকে রুখতে পারবেনা কোনও দেশ। এমনটাই বিশ্বাস প্রাক্তন এই অলরাউন্ডারের। ইরফান বলেছেন,
“রোহিত শর্মা কামব্যাক করলে এবারের ওয়ানডে বিশ্বকাপে কোনও দল রুখতে পারবেনা ভারতকে। কারণ এবার খেলা তো ভারতের মাটিতে।”
২০১৯ সালের বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার ছিলেন রোহিত শর্মা। পাঁচটি সেঞ্চুরি সহ ৬৪৮ রান করেছিলেন তিনি, ৮১ গড়ে। ৯৮.৩৩ স্ট্রাইক রেটে।