IND VS SL 2023 – শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলা হবেনা রোহিত শর্মার। বাংলাদেশ সফরে ব্যাটিং করা কালীণ আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। তার জেরে, অবশ্য এখন অনেকটাই চোট মুক্ত তিনি। ইতিমধ্যে নেট সেশন শুরু করেছেন। খুব শীঘ্রই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন তিনি।
“এখনও অবধি একশো শতাংশ ফিট নন রোহিত শর্মা। তাই তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইনা আমরা। জাদেজা এবং বুমরাহ’ও জাতীয় অ্যাকাডেমিতে ফিরেছেন। দ্রুত সেরে উঠছেন। তবে ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখে টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হচ্ছে। কারণ আগামী বছর ওডিআইর তুলনায় টি টোয়েন্টিতে অতোটা গুরুত্ব দেওয়া হচ্ছে না।” – এমনটাই জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রের মারফত। (IND VS SL 2023)
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে খেলাকালীণ বুড়ো আঙুলে চোট পান রোহিত শর্মা। আগামী বছর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তাই তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেনা ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট দলের মেডিক্যাল টিম বর্তমানে রোহিতের চোটের গতি প্রকৃতির উপর নজর রাখছে। যদি একশো শতাংশ ফিট হয়ে ওঠেন রোহিত, তবেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন। (IND VS SL 2023)
আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএলে দল না পেয়ে হতাশ সন্দীপ শর্মা
Rohit Sharma with Vaibhav at Mumbai Cricket Association. pic.twitter.com/MVXzK5BAE5
— Johns. (@CricCrazyJohns) December 26, 2022
প্রসঙ্গত, ২০১২ সালের পর ২০২২ সালে কোনও সেঞ্চুরি করতে পারলেন না রোহিত শর্মা। এবছর ২৯ টা টি টোয়েন্টি ইনিংস খেলেছিলেন রোহিত, সেখানে ২৪.২৯ গড়ে ১৩৪.৪২ স্ট্রাইক রেটে ৬৫৬ রান করেছেন। তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ৭২ রান। সব মিলিয়ে এবছর ৪০ ইনিংস খেলেছিলেন রোহিত, সেখানে ৯৯৫ রান করেছেন, ২৭.৬৩ গড়ে। করেছেন ছয়টা হাফ সেঞ্চুরি।
আরও পড়ুনঃ Brett Lee : ইশান কিষাণকে ওডিআই বিশ্বকাপে ওপেন করতে দেখতে চান ব্রেট লি