
IND vs SL 2023 – ফর্মের দিকে তো নজর দেওয়াটা আবশ্যিক তার পাশাপাশি নিজের ফিটনেসের দিকেও বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন ভারত রোহিত শর্মার, এমনটাই মনে করেন ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন,
“শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে রিফ্রেশড হয়ে ফিরছেন রোহিত শর্মা। এবার থেকে তার প্রতিনিয়ত নিজের ফিটনেস এবং ফর্মের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। আমার মনে হয় রোহিত এবার এমনটাই করবেন। ও একজন কিংবদন্তি ক্রিকেটার, সেটা নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই।”
ফর্ম এবং ফিটনেস নিয়ে পরিশ্রম করলে অধিনায়ক হিসেবেও ভীষণ লাভবান হবেন রোহিত, এমনটাই মনে করেন ইরফান, তার বক্তব্য, (IND vs SL 2023)
“রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে বলতে হলে বলবো ও এই দলের অসাধারণ একজন অধিনায়ক। খুব সহজেই দারুণ ভাবে এই দলকে নেতৃত্ব দেন তিনি। তবে রোহিতের নিজের ফর্ম এবং ফিটনেসের উপর ভীষণ নজরদারি করতে হবে এবার।”
শেষ দুই বছরে রোহিত শর্মা ১১ টা ওয়ানডে ম্যাচে খেলেছিলেন, সেখানে ৩৭.৬৭ গড়ে ৩৩৯ রান করেছিলেন তিনি। এই পর্যায়ে তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৬* রান। মাত্র তিন বার পঞ্চাশ রানের গন্ডি পেরিয়েছিলেন তিনি।
এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলবেন না জসপ্রীত বুমরাহ। তাকে নিয়ে এখনই কোনও তাড়াহুড়ো করতে চাইছেনা ভারতীয় ক্রিকেট বোর্ড। গতবছরের মতো এবছর’ও বুমরাহ’কে তাড়াতাড়ি খেলিয়ে সমস্যায় জড়াতে চাইছেনা বিসিসিআই। সেইবার এই কারণে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন বুমরাহ।
This is my favourite innings of Rohit Sharma of 2022!
— Ankit Sharma (@AnkitSharma8878) January 1, 2023
Greatest Odi inning of 2022🐐!#RohitSharma𓃵 ! @ImRo45 pic.twitter.com/T7wz2jjPcv
Rohit Sharma in last 7 innings against Sri Lanka in ODIs:
— CricketMAN2 (@ImTanujSingh) January 8, 2023
•Innings – 7
•Runs – 564
•Average – 112.8
•Hundreds – 4
•Highest score – 208*
Cricbuzz এর রিপোর্ট অনুযায়ী এখনও অবধি যে সকল ক্রিকেটারেরা গুয়াহাটিতে পৌঁছে গেছে সিরিজের প্রথম ওয়ানডে খেলার জন্যে, সেই তালিকায় নেই বুমরাহ। (IND vs SL 2023)
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোর খেলার প্রতি প্যাশন ফেরানোটা এখন চ্যালেঞ্জ আল নাসরের কোচের
টি টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড, বাংলাদেশ সফরে খেলা হয়নি বুমরাহ’র। ওই সময় ব্যাঙ্গালোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর কাজে লেগে ছিলেন তিনি। এরপর ফিট ঘোষণা করা হয় তাকে। (IND vs SL 2023)
সামনে বিশ্বকাপ ছাড়াও আরো বেশি কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে ভারত, যার মধ্যে আছে আগামী মাস থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, সম্ভবত আগামী ১৮ ই জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন বুমরাহ। (IND vs SL 2023)
India squad for Sri Lanka ODIs : (IND vs SL 2023)
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.
আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে খেলবেন না জসপ্রীত বুমরাহ, জানুন বিস্তারিত