IND vs SL 2023 – এখনই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনো ইচ্ছা নেই তার, স্পষ্ট জানিয়েছেন রোহিত শর্মা। এদিন স্পষ্ট জানিয়েছেন তিনি, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলেননি তিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পলিসির কারণে।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ভারত সেই সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দল ঘোষণার সময় এবিষয় বিস্তারিত জানানো হয়নি বলে সবার মনে প্রশ্ন চিহ্ন তৈরী হয়েছিল একটা। রোহিত, রাহুল এবং কোহলি’কে বাদ দেওয়ায় সবাই প্রশ্ন তুলেছিলো এই তিন ক্রিকেটারকে কে কি টি টোয়েন্টি ক্রিকেটে বাইরের যাওয়ার পথ দেখালো বোর্ড। (IND vs SL 2023)
Rohit “Hit-man” Sharma has a lot of T20I cricket left in him 😎💯#CricketTwitter #indvssl #rohitsharma pic.twitter.com/xlUQcI3Anp
— Sportskeeda (@Sportskeeda) January 9, 2023
রোহিত, কোহলি এবং রাহুল তিনজনেই প্রত্যাবর্তন করছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। ১০ ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে তার টি টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন তোলা হলে তিনি বলেন – (IND vs SL 2023)
“আমাদের কাছে এবছর ৫০ ওভারের বিশ্বকাপ সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ, সেটা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে আমার কাছে। দলের সবার পক্ষে টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। ক্যালেন্ডার দেখুন, পরপর ম্যাচ রয়েছে। আমরা দলের বেশ কিছু ক্রিকেটারের ওয়ার্কলোড সম্পর্কে বিশেষ কিছু পরিকল্পনা করেছি। ওদের ম্যানেজ করার জন্যে আমরা যথেষ্ট বিশ্রাম দেওয়ার চিন্তা ভাবনা করেছি, আমিও সেই আওতায় পড়ি। আপাতত ছয়টা টি টোয়েন্টি ম্যাচে খেলার কথা আমাদের। তিনটে মিটেছে, তিনটে বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে। আমরা আইপিএলের পর ভেবে দেখবো পরে কি হবে।”
এরপর যখন তার টি টোয়েন্টি ভবিষ্যত নিয়ে কথা ওঠে, তখন রোহিত বলেন –
“এখনই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কোনও পরিকল্পনা নেই আমার।”
গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেননি রোহিত শর্মা। ছয়টা ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছিলেন, সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে।