IND vs SL 2023 – রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপে ভারতের ক্রিকেট দলের খারাপ পারফরম্যান্সের পর অনেকেই দাবি জানিয়েছিলেন রোহিত শর্মাকে সরিয়ে পুরোপুরি ভাবে ভারতের টি টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া উচিত হার্দিক পান্ডিয়ার হাতে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সাংবাদিক সম্মেলনে এই বিষয় রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,(IND vs SL 2023)
“এখন এবিষয় কিছু বলা মুস্কিল, কারণ এইমুহুর্তে সবার ফোকাস ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ নিয়ে। ভবিষ্যতে কে অধিনায়ক হবে, সেটা ভবিষ্যত বলবে।”
গত বছর রোহিত শর্মার অবর্তমানে বিভিন্ন সময় হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ শিখর ধাওয়ান নেতৃত্ব দিয়েছে ভারতের জাতীয় দলকে।
এদিকে, ফের আরেকবারের মতো পিছিয়ে গেলো বুমরাহ’র আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। তাই ভক্তরা মারাত্মক চটেছেন তার উপর। তাদের অভিযোগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় কোনও অসুবিধা থাকেনা, যতো সমস্যা দেশের হয়ে খেলার সময়। পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। (IND vs SL 2023)
টি টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড, বাংলাদেশ সফরে খেলা হয়নি বুমরাহ’র। ওই সময় ব্যাঙ্গালোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর কাজে লেগে ছিলেন তিনি। এরপর ফিট ঘোষণা করা হয় তাকে। (IND vs SL 2023)
সামনে বিশ্বকাপ ছাড়াও আরো বেশি কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে ভারত, যার মধ্যে আছে আগামী মাস থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, সম্ভবত আগামী ১৮ ই জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন বুমরাহ। (IND vs SL 2023)
Team India are not ready to take any risks 🏏#CricketTwitter #india pic.twitter.com/1Xk2PAvDkw
— Sportskeeda (@Sportskeeda) January 9, 2023
২০২২ সালের সেপ্টেম্বর মাসের থেকে এখনও অবধি কোনও প্রতিযোগীতা মূলক ম্যাচে খেলতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহ’কে। গতবছর এশিয়া কাপ মিস করেছিলেন তিনি পিঠের চোটের জন্যে, সেটা পুরোপুরি সেরে ওঠার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার জন্যে ডেকে নেওয়া হয় তাকে। এর ফলে ফের চোট পান এবং মিস করেন টি টোয়েন্টি বিশ্বকাপ।
মঙ্গলবার ১০ ই জানুয়ারি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করার কথা ছিলো তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।
India ODIs squad for IND vs SL 2023 :
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.