IND vs SL 2023 : জয়ের কাছাকাছি পৌঁছে হেরে হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক সানাকা

0
35
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "Really disappointing with the way we finished" - Dasun Shanaka after Sri Lanka's 2-run loss to India in 1st T20I 

IND vs SL 2023 – ওয়াংখেড়েতে মঙ্গলবার জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়ে ম‍্যাচ হাতছাড়া করায় ভীষণ হতাশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি অধিনায়ক দাসুন সানাকা। অধিনায়কের ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পরেও দুই রানে ম‍্যাচ হারে লঙ্কা ব্রিগেড।

ম‍্যাচে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ব‍্যাটারদের উপর মারাত্মক চাপ সৃষ্টি ক‍রেছিলো লঙ্কা ব্রিগেড। তবে শেষ অবধি তারা সেই দাপট বজায় রাখতে পারেনি। ডেথ ওভারে খারাপ বোলিং করে শ্রীলঙ্কা। পরবর্তী সময়ে ১৬৩ রান তাড়া করতে হয়েছিল তাদের জয়ের উদ্দেশ্যে। (IND vs SL 2023)

ধারাবাহিক ভাবে উইকেট পতন হওয়ায় কখনও ঠিকঠাক কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি শ্রীলঙ্কার। এর মাশুল তাদের ম‍্যাচ হেরে দিতে হয়েছিল। অবশ্য সানাকা এবং হাসারাঙ্গার ইনিংস ম‍্যাচে লড়াইয়ে ফেরায় শ্রীলঙ্কা কে। কিন্তু শেষ ক‍রুনারত্নে নার্ভ ধরে না রাখতে পারার কারণে এই ম‍্যাচ হেরে বসে। (IND vs SL 2023)

ব‍্যাটারদের উচিত ছিলো রান তাড়া করে খেলার সময় আরো সমঝে খেলার। খেলা শেষে সাংবাদিক সন্মেলনে এসে এমনটাই বলেছেন পরাজিত দলের অধিনায়ক সানাকা, তার বক্তব্য,

“ম‍্যাচ এরকম ভাবে শেষ করার জন্যে ভীষণ হতাশ লাগছে। ওয়াংখেড়েতে ম‍্যাচ জিততে হলে ব‍্যাটসম‍্যানদের ভীষণ তৎপরতার সাথে খেলাটা খেলতে হয়। ভারতকে ১৬২ রানে আটকে দেওয়ার পর আমরা সেটার কাছাকাছি পৌঁছেও গেছিলাম। কিন্তু শেষ রক্ষা হলোনা।” 

আরও পড়ুনঃ IND vs SL 2023 : পর পর ছক্কা হজম করেও রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয় নিশ্চিত করলেন অক্ষর, দেখুন সেই ভিডিও

রানতাড়া করতে নেমে কখনও পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারছিলোনা শ্রীলঙ্কা। ভারত অধিনায়কের তিন ওভারের বোলিং করার মধ্যে তেরোটা বল ডট দেন তিনি। আর এখানেই সেট হয়ে যায় খেলার টেম্পো।

এদিনের জয়ের ফলে ভারত টি টোয়েন্টি সিরিজে ১-০ ব‍্যবধানে এগিয়ে গেলো। বৃহস্পতিবার ৫ ই জানুয়ারি সিরিজের পরের ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : গত ৬ বছর ধরে এই মুহূর্ত’টারই অপেক্ষা করেছেন তিনি, স্বপ্ন পূরণের দিন নিজের মনের কথা জানালেন শিবম মাভি