IND vs SL 2023 : খেলা চলাকালীন ক্রিজে এতো অস্থির থাকেন কেনো? জবাব দিলেন রাহুল ত্রিপাঠী 

0
232
IND vs SL 2023 Rahul Tripathi explained the reason for being so restless at the crease during the game
IND vs SL 2023 Rahul Tripathi explained the reason for being so restless at the crease during the game

IND vs SL 2023 – ইচ্ছা করে নয়, বরং স্বাভাবিক ভাবেই ব‍্যাট করা কালীণ তাকে ক্রিজে অস্থির দেখায় বলে জানিয়েছেন রাহুল ত্রিপাঠী। জানিয়েছেন খেলা চলাকালীন তার সমস্ত ফোকাস থাকে খেলার উপর, আর অন‍্য কোনও বিষয়ের উপর মনোনিবেশ করেন না।

পুণেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচ খেলাকালীণ আন্তর্জাতিক অভিষেক হয় রাহুলের। এটা তার ঘরের মাঠ বটে। প্রথম একাদশে সঞ্জু স‍্যামসনের বদলে দলে জায়গা পান, স‍্যামসন হাঁটুতে চোট পেয়ে এই সিরিজ থেকে ছিটকে যান। (IND vs SL 2023)

ওই ম‍্যাচে ভারত ১৬ রানে ম‍্যাচ হারে (IND vs SL 2023)। এর ফলে সিরিজে সমতায় ফেরে শ্রীলঙ্কা। শনিবার রাজকোটে সিরিজ নির্নায়ক ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। সদ‍্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে রাহুলের একটি ভিডিও ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তার কাছে মাঠে সব সময় চঞ্চল মেজাজে থাকার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন –

“আমার নিজেরো জানা নেই। আসলে ওই মুহুর্তের উপর আমার সমস্ত ফোকাস রাখি, বোঝার চেষ্টা করি বোলাররা কি করতে চাইছে। যেট হয় ন‍্যাচারলি। ইচ্ছা করে কোনও কিছু করিনা কখনও। খেলা চলাকালীন সমস্ত ফোকাস খেলার উপর রাখার চেষ্টা করি।”

আরও পড়ুনঃ Chetan Sharma : নির্বাচক প্রধানের পদে বজায় থাকলেন চেতন শর্মা, নতুন চার মুখ নতুন কমিটিতে 

অবশেষে দেশের হয়ে অভিষেক করার সুযোগ মিলেছে, এবিষয় তার অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে রাহুল বলেন –

“এটা আমার কাছে খুব বিশেষ একটা মুহূর্ত। যেকোনো ক্রিকেটারের কাছেই দেশের হয়ে খেলাটা প্রধান লক্ষ‍্য হয়ে থাকে। আমি ওইদিন ভীষণ আনন্দ পেয়েছি, দেশের জন‍্যে আরও অবদান রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ অবধি সেটা আর সম্ভব হয়নি।”

সংশ্লিষ্ট ম‍্যাচে মাধুশাঙ্কার বলে চালাতে গিয়ে তালুবন্দি হন রাহুল। তিনি তাড়াতাড়ি আউট হওয়ায় ২০৭ রান তাড়া করতে নামা ভারতীয় দল মারাত্মক চাপে পড়ে যায় ২১ রানে ৩ উইকেট হারিয়ে। পরবর্তী সময়ে আক্সার প‍্যাটেল এবং সূর্য কুমার যাদব হাফ সেঞ্চুরি করেও দেশের হার বাঁচাতে পারেনি। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ Virat Kohli : বৃন্দাবনে সস্ত্রীক বিরাট কোহলি, আশীর্বাদ নিলেন পুরোহিতের, ভাইরাল হলো ভিডিও