IND vs SL 2023 – সূর্য কুমার যাদবের বৈচিত্র্যে ভরা সব শট দেখে অবাক গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সূর্যের পূর্ব পরিকল্পিত ল্যাপ শট খেলা নিয়ে গৌতম গম্ভীর বলেছেন,
“এমন সমস্ত শট খেলার জন্যে প্রথমে যেটার প্রয়োজন সেটা হলো অসীম মানসিক শক্তি। প্রবল পরিমাণে স্কিলের প্রয়োজন হয়, কারণ যেকোনো সময় বলের আঘাত লাগতে পারে। শুধুমাত্র এমন বোলারদের বিরুদ্ধে খেলছে তারা এরকম নয়, আমার এখনো মনে আছে আহমেদাবাদে টি টোয়েন্টি অভিষেকে জোফ্রা আর্চার বিরুদ্ধে ১৪৫ কিমি প্রতি ঘন্টার বেগে ওর মারা ছক্কা আমার এখনও মনে আছে।”
প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে ভারতের মিস্টার ৩৬০ শুধুমাত্র ল্যাপ শট নয়, বরং মাঠের যেকোনো কোনে বল পাঠাতে পারে, গম্ভীর বলেছেন,
“যেকোনো ক্রিকেটার ল্যাপ শট খেলতে পারে, সবাই প্রাক্টিস করে, কিন্তু ১৪৫ কিমি প্রতি ঘন্টার বেগে ধেয়ে আসা কোনও বলের বিরুদ্ধে এমন সমস্ত শট খেলার জন্যে মানসিক শক্তির প্রয়োজন খুবই।”
রাজকোটে এদিন শুভমান গিলের সাথে তৃতীয় উইকেটে ১১১ রান জুড়েছিলেন সূর্য কুমার যাদব। বিধ্বংসী ইনিংস খেলার জন্যে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। (IND vs SL 2023)
এদিন, কেরিয়ারের তৃতীয় টি টোয়েন্টি সেঞ্চুরি করলেন সূর্য কুমার যাদব। এদিন সেঞ্চুরি করার মধ্যে দিয়ে রোহিত শর্মার পাশে বসলেন সূর্য। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে তিনটি বা তার অধিক শতরান করলেন সূর্য।
Another extraordinary innings from Suryakumar Yadav 🤯
— ICC (@ICC) January 7, 2023
He brings up his third T20I century off just 45 balls 💥#INDvSL | 📝Scorecard: https://t.co/v6DELbUa9F pic.twitter.com/hCBjeH0z3S
আরও পড়ুনঃ WIPL : কবে বসতে চলেছে মেয়েদের আইপিএলের নিলাম ? জানুন বিস্তারিত
পূর্ণ সদস্যের দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই নজির স্থাপন করলেন সূর্য। রোহিত শর্মার চারটি টি টোয়েন্টি সেঞ্চুরি আছে। এদিন চেক প্রজাতন্ত্রের এস ডাবিজি, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের টি টোয়েন্টি ক্রিকেটে তিনটি শতরান করার রেকর্ড গড়লেন তিনি। (IND vs SL 2023)
এদিন ৪৫ বলে সেঞ্চুরি করলেন সূর্য কুমার যাদব। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে এটাই সিরিজ নির্নায়ক ম্যাচ।
ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেট সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন সূর্য। মজার বিষয় হলো সূর্যের তিনটি টি টোয়েন্টি সেঞ্চুরি এসেছে ছয় মাসের ব্যবধানে। গতবছর জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, এরপর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। এটাই তার কেরিয়ারে ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি। রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব ছাড়া কে এল রাহুল হলেন তৃতীয় ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ক্রিকেট একাধিক সেঞ্চুরি করেছেন।
Most Hundreds in T20I Internationals : (IND vs SL 2023)
•Rohit Sharma – 4
•Suryakumar Yadav – 3*
•Glenn Maxwell – 3
•Colin Munro – 3
আরও পড়ুনঃ IND vs SL 2023 : উমরানের উন্নতি দেখে খুশি ওয়াসিম জাফর