
শ্রীলঙ্কা’র বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যাবধানে জয় (IND vs SL 2023) পায় রোহিত নেতৃত্বাধীন ভারতীয় দল। শ্রীলঙ্কা’কে ৬৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় রোহিত শর্মা’রা। বিরাট কোহলি’র শতরানের সাহায্যে লঙ্কান’দের ৩৭৩ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বিশাল টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।
তবে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা’র লড়াইয়ে কিছুটা মানরক্ষা হয়। তিনি ম্যাচে শতরান করেন। কিন্তু ৯৮ রানের মাথায় মহম্মদ শামি নন-স্টাইকার প্রান্তে তাকে রান-আউট করেন। শামি আউটের আবেদন করলেও অধিনায়ক রোহিত শর্মা তা ফিরিয়ে নেন। (IND vs SL 2023)
সম্প্রতি এবিষয়ে ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন,
“আমি অবশ্যই, শামি’র রান-আউট নিয়ে কথা বলবো। শানাকা যখন ৯৮ রানে খেলছিল, তখন নন-স্ট্রাইকার্স এন্ডে ওকে রান-আউট করে দিয়েছিল শামি। ও (শামি) আবেদনও করেছিল। সেই আবেদন ফিরিয়ে নিয়েছিল রোহিত। তাই অনেক লোকজনই তৎক্ষণাৎ সেই বিষয়টি নিয়ে ট্যুইট করতে থাকেন। আমি একটা বিষয়ই বারবর বলে যাই যে ম্যাচের পরিস্থিতি যাই হোক কেনও, এটা আউটের (নন-স্ট্রাইকার্স এন্ডে আউট) বৈধ উপায়।”
Rohit Sharma said, "Mohammad Shami went for the appeal, but Dasun Shanaka was batting on 98, so we didn't want to get him out that way". ❤👏pic.twitter.com/YBWOvjNhHM#ViratKohli#ViratKohli𓃵 #RohitSharma𓃵 #GOAT𓃵 #UmranMalik #HardikPandya #1stODI #INDvsSL
— Sachin Viratian🇮🇳 (@asmylemalhotra1) January 10, 2023
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বর্ডার-গাভাস্কার ট্রফি’র আগে ফিটনেস ফিরে পেতে রঞ্জি ট্রফি’তে খেলবেন জাদেজা
অশ্বিন আরও বলেন, (IND vs SL 2023)
“বোলার আবেদন করলে আম্পায়ার’রা আউট দেবে এটাই শেষ কথা। একজন ফিল্ডার আবেদন করলেও, আম্পায়ারের দায়িত্ব একজন ক্রিকেটার আউট হলে তাকে আউট ঘোষণা করা।”
এরপর বোলার’দের পাশে দাঁড়িয়ে তিনি বলেন,
“অনেক ম্যাচে দেখা যায় কোনও কোনও ব্যাটার আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে ক্রিজ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন। তখন কি ব্যাটিং টিমের অধিনায়ক এসে তাকে বলেন তুমি এটা কি করছো ? দলের কথা কি ভুলে গিয়েছো ? যাও আবার ব্যাট করো। অনেক বছর ধরেই এই দ্বিচারিতা শুধু বোলার’দের সঙ্গেই হচ্ছে।” (IND vs SL 2023)
আরও পড়ুনঃ Rishabh Pant : চলতি বছরের প্রায় পুরোটাই মাঠের বাইরে থাকতে চলেছেন পন্ত, জানুন বিস্তারিত