Neymar : ডাইভ মেরে লাল কার্ড দেখলেন নেইমার

0
21
IND vs SL 2023 : Neymar receives RED CARD for DIVING
IND vs SL 2023 : Neymar receives RED CARD for DIVING

Neymar – ২৯ শে ডিসেম্বর স্টার্সবোর্গের বিরুদ্ধে ফ্রেঞ্চ লিগের ম‍্যাচে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

ম‍্যাচের ৬১ মিনিটে নেইমার প্রথম হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এর মিনিট খানেক পর পেনাল্টি এরিয়ায় ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার‌। কোনও রকম সমস্যা তৈরী না হলেও নেইমার ডাইভ দেন। (Neymar)

স্টার্সবোর্গের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন নেইমার। মারকুইনহোস কে ১৪ মিনিটে গোল করার পাস বাড়ান। ব্রাজিলের তারকা ফুটবলারের বাড়ানো ফ্রি কিক থেকেই ম‍্যাচের প্রথম গোল করেন মারকুইনহোস। অবশ্য তার করা আত্মঘাতী গোলে সেকেন্ড হাফে সমতায় ফেরে পিএসজি। (Neymar)

এটাই ছিলো দশ নম্বরের ব্রাজিলের তারকার চলতি মরশুমের তেরো নম্বর এ্যাসিস্ট। এখনও অবধি ২১ ম‍্যাচে ১৫ গোল করেছেন তিনি। দুর্দান্ত স্কিল প্রদর্শন করেছেন নেইমার এই ম‍্যাচে। (Neymar)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কোহলির বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন তার ছোটবেলার কোচ

কাতার বিশ্বকাপের থেকে ছিটকে যাওয়াটা কোনও ভাবেই হজম হচ্ছে না নেইমারের। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত গোল করলেও তাদের কাছে পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নিয়েছিলো তার দল।

ক্লাব ফুটবলেও তার খারাপ ভাগ‍্য জারি আছে। অবশ্য ১৬ ম‍্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ফরাসি লিগে এক নম্বর স্থানে আছে তার দল। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে আট পয়েন্টে এগিয়ে আছে তারা। অবশ‍্য চ‍্যাম্পিয়ান্স লিগ জেতাটাই এই দলের এখন মুখ‍্য লক্ষ‍্য।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : দেশের সহ অধিনায়কত্ব পাওয়াটা প্রথমে বিশ্বাস হয়নি সূর্য কুমার যাদবের