
ভারতীয় ক্রিকেটের নবতম উদীয়মান তারকা নিঃসন্দেহে শিবম মাভি। (IND vs SL 2023) আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই প্রাক্তন ক্রিকেটারের, জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে। ওয়াংখেড়ে’তে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। চার ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন চার’টি উইকেট।
গুজরাট টাইটান্সের এই তরুণ পেসার’কে খেলতে গিয়ে বারবার সমস্যাতে পড়তে হয়েছে লঙ্কান ব্যাটার’দের সামনে। সেই মাভি’ই জানিয়ে দিলেন পাওয়ার প্লেতে বল করা তার লক্ষ্য। শুধু তাই নয় এর পাশাপাশি প্রথম দিকে উইকেট নেওয়াটাও লক্ষ্য তার। (IND vs SL 2023)
২৪ বছর বয়সি নয়ডার এই পেসার সম্প্রতি জানিয়েছেন,
“আমার প্রাথমিক লক্ষ্য পাওয়ার প্লেতে আক্রমণাত্মক বোলিং করা। বিপক্ষকে পাওয়ার প্লেতে আক্রমণ করাটাই আমার লক্ষ্য। আমি সব সময় ব্যাটার’কে হয় বোল্ড না হয় এলবিডব্লিউ আউট করার চেষ্টাতে থাকি। আমার বিরুদ্ধে বাউন্ডারি মারল কি মারল না তা নিয়ে মাথা ঘামাই না। উইকেট তুলে নেওয়াটাই আমার লক্ষ্য।” (IND vs SL 2023)
From claiming a four-wicket haul on debut to the feeling of representing #TeamIndia 👏🏻👏🏻
— BCCI (@BCCI) January 4, 2023
Bowling Coach Paras Mhambrey Interviews Dream Debutant @ShivamMavi23 post India’s win in the first #INDvSL T20I👌🏻 – By @ameyatilak
Full interview 🎥🔽 https://t.co/NzfEsb5ydo pic.twitter.com/z9CuqFqlLP
আরও পড়ুনঃ ODI World Cup 2023 : ‘আইপিএল জেতার চেয়ে বিশ্বকাপ জেতা বেশি গুরুত্বপূর্ণ’ – গৌতম গম্ভীর
নিজের (IND vs SL 2023) অভিষেক প্রসঙ্গে তার বক্তব্য,
“এটা আমার কাছে স্বপ্ন সত্যি হল যেন। প্রথম ম্যাচেই সুযোগ পাওয়াটা কঠিন ছিল। তবে সৌভাগ্যবশত আমি প্রথম ম্যাচে সুযোগ পাই। আর তার উপর এটা আমার প্রথম আন্তর্জাতিক সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার এই মুহূর্তটা’র জন্য আমি গত সাত বছর ধরে অপেক্ষা করছিলাম।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকেই এই মুহূর্তটা’র জন্য অপেক্ষা করেছি। আমি নিজের উপর বিশ্বাস রেখেছি। কঠোর পরিশ্রম করেছি, অনুশীলন করেছি। আমার বিশ্বাস ছিল একদিন ভারতে হয়ে খেলতে পারবো। ভারতের হয়ে পারফরম্যান্স করতে পারবো।”
শিবম মাভি আরও জানিয়েছেন, (IND vs SL 2023)
“২০১৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালীন আমি চোট পাই। যদিও এরপরে আমি আইপিএলে খেলি। তবে সেবার চোট নিয়েই খেলেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি আমার ফিটনেস বাড়াতে হবে। কারণ আমি পারফরম্যান্স করার পাশাপাশি চোটও পাচ্ছিলাম। আমার ফিটনেসের উপর কঠোরভাবে কাজ করা শুরু করি। যা এই ম্যাচে আমার জন্য খুব উপকারী হয়েছে।”