
IND vs SL 2023 – গুয়াহাটিতে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভারত পেসার মহম্মদ সিরাজের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন আকাশ চোপড়া।
ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরির উপর নির্ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৪ রান তোলে ভারত। এরপর সিরাজ সাত ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। শ্রীলঙ্কা আটকে যায় ৩০৬ রানে, ৮ উইকেটে। ভারত ম্যাচে ৬৭ রানে জয় পায়। (IND vs SL 2023)
পরবর্তী সময়ে নিজের YouTube চ্যানেলের ভিডিওতে আকাশ চোপড়া ভূয়সী প্রশংসা করেছেন সিরাজের, তিনি বলেন,
“শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নামলো তখন সিরাজ কে রোখা সম্ভব হয়নি। আগুন ঝড়াচ্ছিলো যেনো, দারুণ বোলিং করছিলো। প্রথম আভিস্কা ফার্নান্দোর উইকেট নিলো তারপর কুশল মেন্ডিস কে শূন্য রানে ফেরালো। ম্যাচ টা ভালো গেলোনা কুশল মেন্ডিসের, প্রথম বিরাট কোহলির ক্যাচ ফেলেছিলো তারপর নিজে শূন্য রানে আউট হলো।”
আরও পড়ুনঃ IND vs SL 2023 : সূর্য প্রথম ওডিআইতে সুযোগ না পাওয়ায় চটলেন শ্রীকান্ত
সিরাজের পাশাপাশি উমরান মালিকের প্রশংসা করেছেন আকাশ, তিনি বলেছেন,
“উমরান মালিক অসাধারণ বোলিং করেছেন। উমরান তিন উইকেট নিয়েছেন, মহম্মদ সিরাজ দুই উইকেট নেন। এক উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। উমরান মালিক উইকেট টেকার, যখনই আসে উইকেট নেন। মাঝের ওভার গুলোতে বোলিং করে, উইকেট উড়িয়েছে। খুবই ভালো বল করেছে।”
আট ওভারে ৫৭ রানে ৩ উইকেট নেন উমরান মালিক।
আরও পড়ুনঃ Dhoni : ধোনিকে ভারতের টি টোয়েন্টি দলের কোচ করার দাবী জানালেন প্রাক্তন পাকিস্তানের তারকা