IND vs SL 2023 : অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন রোহিত শর্মা, হৃদয় ভাঙলো ফ‍্যানেদের

0
31
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "Missed a 'Daddy 100'" - Fans left heartbroken as Rohit Sharma misses out on 30th ODI hundred

IND vs SL 2023 – মঙ্গলবার গুয়াহাটিতে অল্পের জন্যে সেঞ্চুরি হাতছাড়া করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন গুয়াহাটির স্টেডিয়ামে ৮৩ রান করে আউট হন তিনি।

এদিন খেলার শুরু থেকে ভীষণ নিয়ন্ত্রণে দেখিয়েছে হিটম‍্যানকে। ৬৭ বলে নয়টি চার এবং তিনটি ছক্কার সহযোগে এই ইনিংস খেলেছিলেন রোহিত। এমন সুন্দর একটি ইনিংসের সমাপ্তি ঘটে দিলশান মাধুশাঙ্কার একটি ডেলিভারি চালাতে গিয়ে ইনসাইড এজ হয়ে যান হিটম‍্যান। (IND vs SL 2023)

আউট হওয়ার পর রোহিতের মুখে হতাশার যতি রেখা ছিলো স্পষ্ট। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি বহুদিন হলো অধরা তার। ২০২০ সালে জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনও অবধি শেষ বার ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন তিনি। বছর তিনেকের মাথায় সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় পৌঁছে তা হাতছাড়া করেছেন রোহিত। তাই স্বাভাবিক ভাবেই হতাশ তার সকল ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় তারা তাদের হতাশা ঝেড়ে দিয়েছেন। (IND vs SL 2023)

খেলা শুরুর আগের দিন রোহিত শর্মা কে তার টি টোয়েন্টি ক‍্যাপ্টেন্সি সম্পর্কে প্রশ্ন করা হয়।তখন তিনি বলেছিলেন,

“এখন এবিষয় কিছু বলা মুস্কিল, কারণ এইমুহুর্তে সবার ফোকাস ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপ নিয়ে। ভবিষ্যতে কে অধিনায়ক হবে, সেটা ভবিষ্যত বলবে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : কেরিয়ারের ৪৫ তম সেঞ্চুরি করে গর্জে উঠলেন কোহলি, দেখুন সেই ভিডিও

গত বছর রোহিত শর্মার অবর্তমানে বিভিন্ন সময় হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ শিখর ধাওয়ান নেতৃত্ব দিয়েছে ভারতের জাতীয় দলকে।

চলতি ম‍্যাচে বিরাট কোহলির সেঞ্চুরির উপর নির্ভর করে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩৭৩ রান তোলে ভারত। এই প্রতিবেদন লেখাকালীণ ৮১ রানে ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।

India (Playing XI): Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Hardik Pandya, Axar Patel, Mohammed Shami, Umran Malik, Mohammed Siraj, Yuzvendra Chahal

Sri Lanka (Playing XI): Pathum Nissanka, Kusal Mendis(w), Avishka Fernando, Dhananjaya de Silva, Charith Asalanka, Dasun Shanaka(c), Wanindu Hasaranga, Chamika Karunaratne, Dunith Wellalage, Kasun Rajitha, Dilshan Madushanka

আরও পড়ুনঃ Prithvi Shaw : রঞ্জিতে বিধ্বংসী ডবল সেঞ্চুরি করলেন পৃথ্বী শাহ