
IND vs SL 2023 – বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অর্শদীপ সিং ম্যাচ ফিট হয়ে উঠলে বসবেন শিবম মাভি। এমনটাই মনে প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।
শারীরিক অসুস্থতার কারণে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে হয়নি অর্শদীপের। তার বদলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন শিবম মাভি। ২২ রানে ৪ উইকেট নিয়ে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রেখেছিলেন তিনি। মাভির এমন বোলিং পারফরম্যান্সের উপর নির্ভর করে ম্যাচে দুই রানে জয় পায় ভারত। (IND vs SL 2023)
কেরিয়ারের প্রথম ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিলেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শিবম মাভির বদলে অর্শদীপ সিংয়ের খেলা উচিত বলে মনে করেন আকাশ চোপড়া। তার বক্তব্য,
“অর্শদীপ ফিট হয়ে উঠলে কে বসবেন ? গত ম্যাচের সেরা পু্রস্কার জেতা ক্রিকেটার কি বসতে চলেছেন ? এমনটা বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দেখেছিলাম আমরা। সেই ম্যাচে কূলদীপ খেলেননি, এবার কি তাহলে শিবম মাভি খেলবেন না ? এইমুহুর্তে সবচেয়ে বড়ো প্রশ্ন তাই, মাভি কি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলবেন ? আমার মতে অর্শদীপ ফিট হয়ে উঠলে মাভির খেলার সম্ভাবনা নেই।”
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতীয় দল’কে তড়িঘড়ি হার্দিকের বিকল্প খোঁজার পরামর্শ দিলেন গম্ভীর
অর্শদীপ ফিট থাকলেও উমরান মালিক বা হর্ষল প্যাটেলের ম্যাচ মিস না করার কারণ কি ? জবাবে আকাশ চোপড়া বলেছেন,
“উমরান, হর্ষল ম্যাচ মিস করবেনা টিম ম্যানেজমেন্টের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার জন্যে। এইমুহুর্তে অর্শদীপ, হর্ষল এবং উমরান আছে সেই পরিকল্পনায়। তাই দুর্ভাগ্যবশত মাভিকে সরতে হবে। তবে আমার মনে হচ্ছে অর্শদীপ এই ম্যাচেও খেলবেনা, মাভি খেলবে, এবং ভালো পারফরম্যান্স দেবে।”
সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচের সেরা না হলেও, চার উইকেট নিয়ে নজরকাড়া বোলিং পারফরম্যান্স দিয়েছিলেন মাভি। চার উইকেট নিয়েছিলেন।