IND vs SL 2023 – বিরাট কোহলির রান করাটা ভারতের জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ। যেখানে সামনে বিশ্বকাপ। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।
জাফরের বক্তব্য,
“এটা বিশ্বকাপের বছর। কোহলির ফর্ম ভারতের জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর অস্ট্রেলিয়া ভারতে খেলতে আসছে বর্ডার গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজে।”
কোহলির ডেডিকেশান এবং খেলার প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেছেন ওয়াসিম জাফার। তার বক্তব্য,
“কোহলির ফর্ম দেখে অবাক নই আমি। বছর তিনেক কোনও ফর্মে ছিলো না। ওয়ার্ক এথিক, হার্ড ওয়ার্কের বিচারে সবাইকে পিছনে ফিরেছেন। জিম এবং ট্রেনিং ভীষণ পরিশ্রম করে। এমন রেজাল্ট আসাটাই স্বাভাবিক।”
রোববার সেঞ্চুরি করার আগে ৮৭ বলে ১১৩ রান করেছিলেন বিরাট কোহলি, গুয়াহাটিতে। ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কোহলি। (IND vs SL 2023)
প্রসঙ্গত, ২০০৮ সালে আবেরডিনে আয়ারল্যান্ড’কে ৪০৩ রানের টার্গেট দিয়ে নিউজিল্যান্ড ম্যাচ জিতেছিল ২৯০ রানে। সেটিই ছিল একদিনের আন্তর্জাতিকে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে জয়। সেই নজির এদিন ভেঙে গেল তিরুবনন্তপুরমে। এর আগে ওডিআইয়ে ভারতের সবচেয়ে বড় জয়টি এসেছিল ২০০৭ সালে। পোর্ট অব স্পেনে বারমুডা’কে ৪১৪ রানের টার্গেট দিয়েছিল ভারত। সেই ম্যাচ মেন ইন ব্লু জিতেছিল ২৫৭ রানে। ২০০৮ সালে করাচি’তে হংকং’কে ৩৭৫ রানের টার্গেট দেয় ভারত। সেবার জয় এসেছিল ২৫৬ রানে।
এদিন শ্রীলঙ্কা’র হয়ে ফিল্ডিং করার সময় বিরাট কোহলি’র শট বাঁচাতে গিয়ে সজোরে একে অপরের গায়ে গিয়ে পড়েন জেফ্রি ভ্যান্ডারসে ও আশেন বান্দারা। তাদের স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। এই দুই ক্রিকেটার এদিন প্রথম একাদশে এসেছিলেন ধনঞ্জয় ডি সিলভা ও দুনিথ ওয়েল্লালাগের জায়গায়। (IND vs SL 2023)
পরিবর্ত হিসেবে আসা ওয়েল্লালাগে ব্যাট করলেও বান্দারা’র নাম ছিল শ্রীলঙ্কা’র স্কোরকার্ডে। তবে তিনি ব্যাট করতে নামতে পারেননি। ভারতীয় পেসার’দের দাপটে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম উইকেট পড়েছিল দ্বিতীয় ওভারের পঞ্চম হলে, ৭ রানের মাথায়। এরপর ২২ রানে দ্বিতীয়, ৩১ রানে তৃতীয়, ৩৫ রানে চতুর্থ ও ৩৭ রানে পঞ্চম উইকেট পড়ে। ৩৯ রানে ষষ্ঠ, ৫০ রানে সপ্তম ও ৫১ রানের মাথায় পড়ে অষ্টম উইকেট। শ্রীলঙ্কা অষ্টম উইকেটটি হারায় ১৫.৪ ওভারে।
2️⃣8️⃣3️⃣ runs in three matches with a top-score of 1️⃣6️⃣6️⃣* 👌👌
— BCCI (@BCCI) January 15, 2023
Congratulations to @imVkohli on winning the Player of the Series award 👏👏
Scorecard ▶️ https://t.co/q4nA9Ff9Q2#INDvSL | @mastercardindia pic.twitter.com/WIlPU9sJYp
আরও পড়ুনঃ IND vs SL 2023 : রান আসছেন না, তবুও রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তিত নন এই প্রাক্তন ভারত তারকা
২১ তম ওভারের শেষ বলে কাসুন রাজিথা’র বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন করেন মহম্মদ সিরাজ, আউট দেন জয়রামন মদনগোপাল। রিভিউ নেন রাজিথা। দেখা যায় বল তার ব্যাটে লেগেছে। ফলে পঞ্চম উইকেটটি নিতে পারেননি সিরাজ। তার বোলিং ফিগার দাঁড়ায় ১০ ওভার ১ মেডেন ৩২ রান ৪ উইকেট। (IND vs SL 2023)
শ্রীলঙ্কা’র নবম উইকেট’টি তুলে নেন কুলদীপ যাদব। ১৯ বলে ৯ রান করে লাহিরু কুমারা বোল্ড হতেই নয়া ইতিহাস গড়ে ফেলে ভারত। ২২ ওভারে মাত্র ৭৩ রানেই শ্রীলঙ্কা’র ইনিংস শেষ হয়। বান্দারা ব্য়াট করতে নামতে না পারায় নবম উইকেটটি পড়ার সঙ্গে সঙ্গেই খেলায় যবনিকা পতন হয়।
শ্রীলঙ্কা’র মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান পান। (IND vs SL 2023) নুয়ানিদু ফার্নান্দো করেন ২৭ বলে ১৯, দাসুন শানাকা ২৬ বলে ১১ এবং কাসুন রাজিথা ১৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। মহম্মদ শামি ২ টি মেডেন-সহ ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। কুলদীপ যাদবের ৫ ওভারে ১ টি মেডেন, তিনি ১৬ রান খরচ করে নেন ২টি উইকেট। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৯০। বিরাট কোহলি ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত থাকেন। ৯৭ বলে ১১৬ রান করেন শুভমান গিল।
আরও পড়ুনঃ Sarfaraz Khan : দলে নেওয়ার আশ্বাস দিয়েও নেওয়া হয়নি তাকে ! ক্ষোভে ফেটে পড়লেন সারফরাজ