IND vs SL 2023 : তৃতীয় ম‍্যাচে খেলার সময় চাপে ভুগেছিলেন শুভমান গিল, দাবী প্রাক্তন তারকা ওপেনারের

0
17
IND vs SL 2023 : “It Was Playing On His Mind That He Won’t Get Too Many Opportunities” – Aakash Chopra On Shubman Gill’s Decent Knock
IND vs SL 2023 : “It Was Playing On His Mind That He Won’t Get Too Many Opportunities” – Aakash Chopra On Shubman Gill’s Decent Knock

IND vs SL 2023 – আরো একটা সুযোগ হাতছাড়া করতে চাননি শুভমান গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম‍্যাচে তেমন বিশেষ কিছু না করার পর হয়তো টের পেয়েছিলেন আর খুব বেশি একটা সুযোগ পাবেন না, তাই হয়তো সিরিজের শেষ ম‍্যাচে নিজেকে প্রমাণ করার জন্যে মরিয়া ছিলেন তিনি, গিলের খেলা দেখে এমনটাই জানিয়েছেন আকাশ চোপড়া।

রাজকোটে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২২৯ রান তুলেছিলো ভারত। ম‍্যাচে ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। পরবর্তী সময়ে ভারতের বোলাররা ১৩৭ রানে অল আউট হয়ে যায়, ৯১ রানে ম‍্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। (IND vs SL 2023)

নিজের ইউটিউব চ‍্যানেলের ভিডিওতে আকাশ ভারত শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম‍্যাচে ভারতের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে শুভমান গিলের পারফরম্যান্সের বিষয় আকাশ চোপড়া বলেছেন, (IND vs SL 2023)

“শুভমান গিল হয়তো ওপেন নেমেছিলো। তারপর হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটাররা ছিলো, ওই সময় তাই খানিকটা মেরে খেলা উচিত তার। কিন্তু সেটা ও করেনি, ভেবেছে নিজেকে প্রমাণ করার খুব বেশি একটা সুযোগ পাবেনা।”

প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম‌্যাচ রোমাঞ্চে ভরপুর ছিলো । কিন্তু সিরিজের তৃতীয় ম‍্যাচ একাই ফারাক গড়ে দিলো সূর্য কুমার যাদব। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব‍্যাটার এদিন কেরিয়ারে বছর শুরুতে টি টোয়েন্টি সেঞ্চুরি করার নজির গড়লেন। ৫১ বলে ১১২* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ভারত প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত  নিয়ে ২২৯ রান তোলে বোর্ডে। ম‍্যাচে টসে জিতে ভারতের অধিনায়ক নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুনঃ Messi : মেসির নামে সদ‍্যোজাত সন্তানদের নাম রাখার ধুম লেগেছে বিশ্বে !

কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম‍্যাচ খেলতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এরপর  আউট হয়ে যান তিনি।৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন আক্সার প‍্যাটেল।

পরবর্তী সময়ে নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে একটা দারুণ শুরুয়াত দেয় শ্রীলঙ্কা কে। দুজনে জুটিতে ৪৪ রান জোড়েন দ্রুত। কিন্তু পাওয়ার প্লে তেই তারা আউট হয়ে যায় দুজনে। এরপর আর কোনও শ্রীলঙ্কার ব‍্যাটার ব‍্যক্তিগত ভাবে ২৩ রানের কোটা পেরোতে পারেননি। শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১৩৭ রানে।

পুণেতে খারাপ বোলিং পারফরম্যান্স দেওয়া অর্শদীপ এদিন ৩ উইকেট নেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল এবং উমরান মালিক দুটো করে উইকেট নেন। আক্সার প‍্যাটেল নিয়েছেন একটি উইকেট।

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত – শ্রীলঙ্কা তিন ম‍্যাচের ওডিআই সিরিজ।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : আক্সার, চাহালের পারফরম্যান্স দেখে স্বস্তি পেলেন প্রাক্তন ভারত তারকা