IND vs SL 2023 : তৃতীয় টি-২০’তে খেলতে নামার আগে নিজের বোলিং স্কিল নিয়ে বিশেষ মন্তব্য করলেন কাসুন রাজিথা

0
15
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "It Was A Harsh Way To Get A Reality Check” – Kasun Rajitha Recalls His Record Of Most Expensive Spell In T20Is

IND vs SL 2023 : বর্তমানে ভারত সফরে এসেছে শ্রীলঙ্কা দল। (IND vs SL 2023) ইতিমধ্যেই চলতি টি-২০ সিরিজের দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ভারত প্রথম ম্যাচ জেতার পরে, পুনের ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা দল।

ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন লঙ্কান বোলার কাসুন রাজিথা। আর তারপরেই তিনি সামনে এনেছেন ২০১৯ সালে তার কেরিয়ারে ঘটে যাওয়া এক ঘটনাকে। ওই ম্যাচেই টি-২০ ইতিহাসে সবথেকে খরুচে বোলার হওয়ার লজ্জার নজির গড়েছেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। আর সেই সম্বন্ধে বলতে গিয়েই তার স্পষ্ট বক্তব্য, এটাই কঠিন বাস্তব। এই প্রসঙ্গে বলতে গিয়ে তার মত টি-২০’তে বোলারদের মানসিক শক্তিটাই আসল। (IND vs SL 2023)

প্রসঙ্গত, ২০১৬ সালে আন্তর্জাতিক টি-২০’তে অভিষেক হয় রাজিথা’র। অভিষেক ম্যাচে তিনি ম্যাচ সেরারও পুরস্কার পান। সেদিন নিজের প্রথম ওভারেই রোহিত শর্মা, অজিঙ্কা রাহানের উইকেট নিয়েছিলেন তিনি। (IND vs SL 2023)

তৃতীয় ওভারেই শিখর ধাওয়ানের উইকেট নেন রাজিথা। ম্যাচটি শ্রীলঙ্কা পাঁচ উইকেটে জেতে।  গত বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের পরে রাজিথা বলেন,

“আপনাকে টি-২০’তে ভালো বোলার হতে গেলে মানসিকভাবে শক্ত হতে হবে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : আক্সার প‍্যাটেলের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত কোচ

প্রসঙ্গত, ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে কাসুন রাজিথা ৪ ওভারে ৭৫ রান দিয়েছিলেন। সেই প্রসঙ্গে (IND vs SL 2023) বলতে গিয়ে রাজিথা জানিয়েছেন,

“এই ধরনের ম্যাচে (খরুচে বোলার হওয়ার ম্যাচে) ভালো বোলার হওয়াটা একেবারেই সহজ নয়। ওই ম্যাচের জন্য ওই পরিস্থিতির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। বোলারদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্য এটা যথেষ্ট। আমার উপরও যথেষ্ট খারাপ প্রভাব পড়েছিল।

তবে আজকে যখন ফিরে তাকাই তখন মনে হয় আমার জন্য ওটা একটা শিক্ষা ছিল। বাস্তবটা বিশেষ করে কঠিন বাস্তবটা আমার সামনে এসে পড়েছিল। আমি মনে করি এই বিষয়টা আমার উপর পজিটিভ ভাবে কাজ করেছে। আমি সেই সময়টা পেরিয়ে আসতে পেরেছিলাম একটা কারণেই আর তা হল আমার পরিবারের সমর্থন। আমার সতীর্থ’রা, আমার কোচ আমাকে দারুণভাবে সাহায্য করেছে।”

আরও পড়ুনঃ East Bengal : ওড়িশার বিরুদ্ধে আজ জয় তুলতে মরিয়া ইস্টবেঙ্গল