IND vs SL 2023 : দুরন্ত ক‍্যাচ নিয়ে ধোনির স্মৃতি ফেরালেন ইশান কিষাণ

0
29
IND vs SL 2023 : Ishan Kishan brings back Dhoni's memories with a stunning catch
IND vs SL 2023 : Ishan Kishan brings back Dhoni's memories with a stunning catch

IND vs SL 2023 – মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন ইশান কিষাণ। প্রথমে ব‍্যাট করার সময় ওপেন করতে নেমে দুরন্ত পারফরম্যান্স দেওয়ার পর দারুণ উইকেট কিপিং করেন পন্ত, দারুণ সব ক‍্যাচ নিয়ে।

নিজে ব‍্যক্তিগত উদ‍্যোগ নিয়ে দৌড়ে গিয়ে ফাইন – লেগে দাড়ানো ফিল্ডার হর্ষল প্যাটেলকে ক‍্যাচ নিতে বারণ করে একটা দুর্দান্ত ক‍্যাচ নেন কিষাণ। তার সুবাদে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক উইকেটটি নিতে পারলেন উমরান মালিক, ১৫ বলে ১২ রান করে আউট হন চারিথ আসালাঙ্কা। (IND vs SL 2023)

কিষাণ ক‍্যাচ নেওয়া কালীণ ভাইরাল হয় হার্দিক পান্ডিয়ার প্রতিক্রিয়া। ইশানের নেওয়া ওই ক‍্যাচের সাথে ধোনির নেওয়া একটি ক‍্যাচের মিল খুঁজে পেয়েছেন ফ‍্যানেরা‌। ২০১৮ সালে পুণেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে ম‍্যাচে এমন ক‍্যাচ নিয়েছিলেন ধোনি। (IND vs SL 2023)

এদিন, অভিষেক ম‍্যাচে চার উইকেট নিয়ে নজর কাড়লেন শিবম মাভি, শেষে আক্সার প‍্যাটেলের রুদ্ধশ্বাস শেষ ওভারের বোলিং দিয়ে শ্রীলঙ্কা কে ২ রানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম‍্যাচে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ভারতীয় ক্রিকেট দল। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : ইউরোপীয় ফুটবলে তার অধ‍্যায় শেষ, স্বীকার করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

টসে জিতে ভারতকে ব‍্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম দিকে ইশান কিষাণ (২৯ বলে ৩৭ রান) এবং ‌অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৭ বলে ২৯ রান) পরবর্তী সময়ে দীপক হুডা এবং আক্সার প‍্যাটেলের ৬৮ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৬২ রান তোলে ভারত। পরবর্তী সময়ে দাপুটে পারফরম্যান্স দেয় ভারতীয় ক্রিকেট দলের বোলাররা।

অভিষেক ম‍্যাচে নজ‍রকাড়া বোলিং করেন শিবম মাভি, ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ওভারে ধনঞ্জয় ডি’সিলভা এবং পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন মাভি। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চারিথ আসালাঙ্কার উইকেট নিজের দখলে রেখেছিলো এই অভিষেক করা টি টোয়েন্টি বোলার। এছাড়া উমরান মালিক এবং হর্ষল প‍্যাটেল দুটো করে উইকেট নেন।

এই মুহূর্তে দুরন্ত ছন্দে আছেন ইশান কিষাণ। সম্প্রতি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স শিবম মাভির, জয় দিয়ে বছর শুরু ভারতের