IND vs SL 2023 : হার্দিকের ক‍্যাপ্টেন্সি উপভোগ করেন ইরফান পাঠান

0
12
IND vs SL 2023 : Irfan Pathan enjoys Hardik's captaincy
IND vs SL 2023 : Irfan Pathan enjoys Hardik's captaincy

IND vs SL 2023 -প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানের কাছে জানতে চাওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার ক‌্যাপ্টেন্সি কেমন লাগে তার। জবাবে ইরফান বলেছেন,

“শুধুমাত্র পছন্দ করি, এমন নয়। তার ক‍্যাপ্টেন্সি খুবই ভালো লাগে আমার। ওর থেকে বেশি খেলুক বা কম, সবার সাথে ওর ব‍্যবহার এবং গোটা দলের মধ্যে যে মানসিকতার সঞ্চার করেছে সেটা ভীষণ উপভোগ্য বলা যায়। সবাইকে ও কিভাবে ম‍্যানেজ করে, সেটা দেখার মতো বিষয়।”

ম‍্যাচে প্রতিটি মুহুর্তে দলের সাথে যেভাবে ইনভল্বড থাকন হার্দিক পান্ডিয়া। সেটাও দারুণ নজর কেড়েছে ইরফান পাঠানের। প্রশংসা করে তিনি বলেছেন,

“গোটা দলটার মধ্যে একটা মারাত্মক এনার্জি সঞ্চার করেছে হার্দিক। শেষ ম‍্যাচে ওর পারফরম্যান্স সম্পর্কে কাঁটা ছেড়া চালাচ্ছে। কিন্তু অধিনায়ক হিসেবে। তার এমন সমালোচনা করাটা ঠিক নয়। হার্দিকের ফিটনেস অসাধারণ। যেটা ওর ক‍্যাপ্টেন্সি কে আরো ধারালো ক‍রে তুলেছে।” 

হার্দিকের ক‍্যাপ্টেন্সিতে ভারত টি টোয়েন্টিতে অপ্রতিরোধ্য ছিলো। কিন্তু বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে হারার সাথে সেই রেকর্ডের ইতি ঘটলো।

প্রসঙ্গত, পুণের মাঠে ভারতকে হারিয়ে দারুণ ভাবে সিরিজের সমতায় ফিরে এলো শ্রীলঙ্কা। এর ফলে সিরিজের ফলাফল ১-১। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : তৃতীয় টি-২০’তে খেলতে নামার আগে নিজের বোলিং স্কিল নিয়ে বিশেষ মন্তব্য করলেন কাসুন রাজিথা

ভারত পাওয়ার প্লে’তে দ্রুত উইকেট হারায়। পরবর্তী সময়ে সূর্য কুমার যাদব এব শিবম মাভি মিলে ৮৯ রানের পার্টনারশিপ জুড়েও শেষ অবধি ভারতের জয় নিশ্চিত করতে পারিনি।

টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব‍্যাট করার সিদ্ধান্ত নেয়। এরপর অর্শদীপের নো বলের সুযোগ নিয়ে দারুণ শ্রীলঙ্কার ব‍্যাটার রা ম‍্যাচে দারুণ প্রত‍্যাবর্তন করেন। পরবর্তী সময়ে যুজবেন্দ্র চাহাল এবং আক্সার প‍্যাটেল ভারতকে লঙ্কা ব্রিগেড কে ম‍্যাচে ফেরায়। পরবর্তী সময়ে ২২ বলে ৫৬ রান করে আবার শ্রীলঙ্কা কে ম‍্যাচে ফেরায় সানাকা। পরবর্তী শ্রীলঙ্কা ২০৬ রানে পৌঁছায়।

পরবর্তী সময়ে রানতাড়া করতে নেমে ভারত ১০ ওভারে ৫৭ রানে ইশান কিষাণ, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া এবং দীপক হুডা। পরবর্তী সময় আক্সার প‍্যাটেল এবং সূর্য কুমার যাদব জুঁটিতে ৮৯ রান জোড়ে। পরবর্তী সময়ে ৩৬ বলে ৫১ রান করে আউট হয় সূর্য কুমার যাদব।

পরবর্তী সময়ে শিবম মাভির ১৫ বলে ২৬ রান করে আউট হলেও ভারত ম‍্যাচে জয়লাভ করেনি। আক্সার প‍্যাটেলের ৩১ বলে ৬৫ রানের ইনিংস’ও কোনও কাজে আসেনি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : আক্সার প‍্যাটেলের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত কোচ