IND vs SL 2023 – সাদা বলের ক্রিকেটে আরও বেশি পরিমাণে অলরাউন্ডার খেলানো উচিত ভারতীয় ক্রিকেট দলের। এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক অজয় জাদেজা। বেশি পরিমাণে অলরাউন্ডার থাকা মানে হাতে বেশি বোলিং বিকল্প মজুদ রাখা। যা ম্যাচে বিপক্ষের দলের তুলনায় নিজেদেরকে এগিয়ে রাখতে সাহায্য করে, এমনটাই মনে করেন অজয়।
ধোনির ভারত অধিনায়ক থাকা কালীণ দলে এই বিষয়টা লক্ষ্য করা যেতো, তার দলে ছিলেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিং এবং সুরেশ রায়নার মতো অলরাউন্ডারেরা, অজয় জাদেজা বলেছেন, (IND vs SL 2023)
“ধরুন আমি পাঁচ বোলার নিয়ে খেলছি, তাহলে আপনার কাছে ধারণা স্পষ্ট থাকবে যে X,Y,Z কে দিয়েই বোলিং করাবো আমি। তাই আপনি একটি নির্দিষ্ট পরিকল্পনা করে মাঠে নামতে পারবেন। কিন্তু আমার হাতে যদি সাত জন বোলার মজুদ থাকে, যারা ম্যাচের যেকোনো সময় যেকোনো পর্জায়ে বোলিং করতে পারবে, তখন কিন্তু বিপক্ষের দল আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে সমস্যায় পড়বে।
তখন কিন্তু ম্যাচের রাশ থাকবে আপনার হাতে। মহেন্দ্র সিং ধোনি এসব বিষয় চ্যাম্পিয়ান ছিলেন। হয়তো একটা সময় এমন’ও আসতে পারে যে রবীন্দ্র জাদেজা কোনও ম্যাচে হয়তো একটা ওভার’ও বোলিং করতে পারলোনা।”
Except Virat Kohli, all the players have retired from international cricket from this 2011 World Cup winning XI 🥺🏏#teamindia #india pic.twitter.com/mYrVlJSvGX
— Sportskeeda (@Sportskeeda) March 10, 2022
আরও পড়ুনঃ IND vs SL 2023 : বিপক্ষের বোলারদের মানসিকতায় চিড় ধরায় সূর্যের ব্যাটিং, দাবী হার্দিক পান্ডিয়ার
সাদা বলের দলে হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা কে এক সাথে খেলাতেই পারে ভারত, এমনটাই মনে করেন অজয়, তার বক্তব্য,
“যদি এই চারজনকে (হার্দিক পান্ডিয়া,ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা) নেওয়া হয়। তাহলে তাদের সবাইকেই খেলানো উচিত।সমস্যা কোথায় ? ওরা তো ব্যাট- বল দুটোই করতে পারে।
এ সব’ই আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। আমার তো মনে হয় দলে আরও একটা অলরাউন্ডার রাখা উচিত অশ্বিনের মতো। সমস্যা হলো দলে প্রথম ৫-৬ টা ব্যাটসম্যান নেওয়ার পর এতোগুলো অলরাউন্ডার নিলে বোলিং টা খানিকটা দূর্বল হতে পারে।”