IND vs SL 2023 – শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটার’রা তেমন ভালো পারফরম্যান্স না দিলেও সিরিজের অন্তিম এবং গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ ভালো পারফরম্যান্স দিয়েছেন ভারতীয় ব্যাটার’রা। কামরান আকমাল ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় ব্যাটারদের।
গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মুখেও দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন ভারতীয় ব্যাটার’রা। একদম সঠিক সময় দারুণ পার্টনারশিপ জুড়েছে ভারতীয় ব্যাটাররা, যা ভারতকে ‘মাস্ট উইন’ ম্যাচ জিততে সাহায্য করেছে, আকমাল বলেছেন,
“আমরা দেখেছি প্রথম দুটো ম্যাচে ভারতের ব্যাটার’রা বড়ো রান করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচে একেবারেই আলাদা মার্গের পারফরম্যান্স দেয় তারা। চাপের মুখে ভালো পারফরম্যান্স দিয়েছে, জুড়েছে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ।”
প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম্যাচ রোমাঞ্চে ভরপুর ছিলো। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচ একাই ফারাক গড়ে দিলো সূর্য কুমার যাদব। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার এদিন কেরিয়ারে বছর শুরুতে টি টোয়েন্টি সেঞ্চুরি করার নজির গড়লেন। ৫১ বলে ১১২* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ২২৯ রান তোলে বোর্ডে। ম্যাচে টসে জিতে ভারতের অধিনায়ক নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আউট হয়ে যান তিনি। ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন আক্সার প্যাটেল। (IND vs SL 2023)
𝗪.𝗜.𝗡.𝗡.𝗘.𝗥.𝗦! 🏆#TeamIndia | #INDvSL | @mastercardindia pic.twitter.com/LZkiifhNyQ
— BCCI (@BCCI) January 7, 2023
পরবর্তী সময়ে নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে একটা দারুণ শুরুয়াত দেয় শ্রীলঙ্কা কে। দুজনে জুটিতে ৪৪ রান জোড়েন দ্রুত। কিন্তু পাওয়ার প্লে তেই তারা আউট হয়ে যায় দুজনে। এরপর আর কোনও শ্রীলঙ্কার ব্যাটার ব্যক্তিগত ভাবে ২৩ রানের কোটা পেরোতে পারেননি। শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১৩৭ রানে।
পুণেতে খারাপ বোলিং পারফরম্যান্স দেওয়া অর্শদীপ এদিন ৩ উইকেট নেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল এবং উমরান মালিক দুটো করে উইকেট নেন। আক্সার প্যাটেল নিয়েছেন একটি উইকেট। (IND vs SL 2023)
টি টোয়েন্টি সিরিজের পর এবার ভারত – শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। মঙ্গলবার ১০ ই জানুয়ারি সিরিজের প্রথম ওডিআই ম্যাচ টা খেলা হবে গুয়াহাটি’তে।