
IND vs SL 2023 – ভারতীয় ক্রিকেট দলের উচিত সূর্য কুমার যাদবকে ওয়ানডেতে খেলানোর। এমনটাই মনে করেন প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল। তার মতে সূর্য কুমার যাদব আর পাঁচটা ভারতীয় ব্যাটারদের থেকে আলাদা, ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে যেকোনো ভাবেই।
৩২ বছর বয়সী সূর্য কুমার যাদব বর্তমানে ভারতের টি টোয়েন্টি ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এখনও অবধি ভারতের হয়ে ৪৫ টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে ১৫৭৮ রান করেছেন ৪৬.৪১ গড়ে, ১৮০.৩৪ স্ট্রাইক রেটে। আছে তিনটি সেঞ্চুরি এবং তেরোটা হাফ সেঞ্চুরি। (IND vs SL 2023)
3rd T20I hundred for Suryakumar Yadav from just 43 innings💥
— Prashant Umrao (@ippatel) January 7, 2023
What an inning by #SuryakumarYadav 100 in just 45 balls. pic.twitter.com/92LMpshGLv
তবে টি টোয়েন্টি ক্রিকেটের ফর্ম সূর্য এখনও অবধি ওয়ানডে দেখাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও, দুটো ম্যাচের মধ্যে একটিতেও খেলার সুযোগ পাননি তিনি। সূর্য কুমার যাদবের ওয়ানডে দলের প্রথম একাদশে জায়গা না পাওয়া সম্পর্কে PTI কে দেওয়া সাক্ষাৎকারে চান্দিমাল বলেছেন, (IND vs SL 2023)
“বর্তমানে ভারতীয় দলের উপর গড় করে নজর রাখলে বোঝা যাবে কতোটা রিজার্ভ বেঞ্চ শক্তিশালী এই দলের। আমার মতে সূর্যের এই ওয়ানডে দলের মিডল অর্ডারে খেলা উচিত। সূর্য বাকি পাঁচটি ব্যাটারদের থেকে একটু আলাদা, ওর মতো ক্রিকেটারকে দলের মিডল অর্ডারে প্রয়োজন। ও ৩০-৫০ এর মতো রান করলেও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ও যে গতিতে রান তোলে, সেটা মানসিক ভাবে মারাত্মক চাপে ফেলে দিতে পারে প্রতিপক্ষ দলকে। আমার মতে ওর ওয়ানডেতে খেলার সুযোগ পাওয়া উচিত।”
২০২১ সালে জুলাই মাসে ওয়ানডে অভিষেক করেন সূর্য কুমার যাদব। এখনও অবধি এই ফর্ম্যাটে ১৬ টা ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে ৩২ গড়ে ৩৮৪ রান করেছেন, একশোর একটু বেশি স্ট্রাইক রেটে। আছে দুটো হাফ সেঞ্চুরি। শেষ খেলা নয়টি ওয়ানডে ম্যাচে সূর্য কুমার যাদবের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৩৪*। (IND vs SL 2023)
আরও পড়ুনঃ Emi Martinez : ক্লাব ফুটবলে ফিরেই স্বমেজাজে মার্টিনেজ, দিলেন নজরকাড়া সেভ, দেখুন ভিডিও