IND vs SL 2023 – মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারতের ২০২৩ সালের ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। ইতিমধ্যে শ্রীলঙ্কা কে টি টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিলো টিম ইন্ডিয়া। এবার ১০ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে লঙ্কা দেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ।
এই ওডিআই সিরিজের মধ্যে দিয়ে জাতীয় দলে রোহিত, কোহলি, শামিরা প্রত্যাবর্তন করছে। তাদের নেট সেশনে জোর কদমে প্রস্তুতি চালাতে দেখা গেছে। দলের অধিকাংশ সব ক্রিকেটারেরা টি টোয়েন্টি সিরিজ মিস করেছিল, কারণ তারা অক্টোবর-নভেম্বর মাসে সন্ধ্যায় দেশের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। (IND vs SL 2023)
খেলা শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন এই ম্যাচে ওপেন করবেন শুভমান গিল, তাকেও নেট সেশনে অনেকটা সময় কাটাতে দেখা গেছে। বল নিয়ে দীর্ঘ সময় অনুশীলন চালালেন সিরাজ, কূলদীপ। (IND vs SL 2023)
প্রাক্টিসের মাঝে কোহলির সাথে হাল্কা মেজাজে ধরা দিলেন ইশান কিষাণ, দলের বোলিং কোচ পারাশ মাম্ব্রের সাথে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা গেছে সামি, সিরাজকে। দেখে নিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় ছাড়া সেই ভিডিও।
ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শুভমান গিলের সাথে ওপেন করতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন তিনি।
ইদানিং সময়ের ইশান কিষাণের পারফরম্যান্সের দারুণ প্রশংসা করেছেন রোহিত। কিন্তু ভারত অধিনায়কের মতে আপাতত ওপেন করার সুযোগ টা শুভমান গিলের প্রাপ্য। (IND vs SL 2023)
শিখর ধাওয়ানকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়নি। এই মুহূর্তে ভারতীয় দলের ওপেনিং স্লটে জায়গা দখলের জন্যে লড়াই চলবে শুভমান গিল এবং ইশান কিষাণের সাথে। (IND vs SL 2023)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : রোহিতের ওপর বেজায় চটলেন প্রাক্তন ভারত তারকা, দল নির্বাচন নিয়ে কথা শোনালেন তাকে
সিরিজ শুরুর আগে এই তৈরি হওয়া এই সাসপেন্সে ইতি টানলেন রোহিত, জানিয়েই দিয়েছেন শুভমান গিলের সাথে ওপেন করবেন তিনি। (IND vs SL 2023)
“ইদানিং সময় এই দুই ওপেনার দারুণ খেলেছে। কিন্তু আমার মনে হয়েছে এখন গিলের সুযোগ পাওয়াটা প্রাপ্য, বিশেষ করে শেষ কয়েকটি ম্যাচে ও যা রান করেছে, সেই গুলো দেখলে। আমি ইশানের থেকে কোনও কিছু কেড়ে নিচ্ছি না, ও আমাদের জন্যে প্রচুর রান করেছে। ও একটি ডবল সেঞ্চুরি করেছে সম্প্রতি, আর আমি জানি একটা ডবল সেঞ্চুরি করতে হলে কতোটা পরিশ্রম করতে হয়। এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট। কিন্তু তার আগে যারা ভালো খেলে এসেছে তাদেরকে’ও আমার দেখতে হবে, সেটা তো আর এড়ানো যায়না। তাদেরকেও যথেষ্ট সুযোগ দেওয়ার প্রয়োজন আছে।”
ইশানের প্রথম ম্যাচটা মিস করাটা খুবই দুর্ভাগ্যজনক, তবে রোহিতের মতে সবাইকে সমান সুযোগ দেওয়াটা ভীষণ দরকার এখন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন,
“এটা খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে যে ইশানকে আমরা খেলাতে পারছিনা। কিন্তু দেখুন শেষ ৮-৯ মাস আমাদের সাথে কি হয়েছে। দেখুন ওয়ানডেতে আমরা কি করেছি। গিলকে এখন আমাদের ওপেন করাতে হবে, ও ইদানিং খুব ভালো খেলেছিলো ওই পজিশনে। আমরা অবশ্যই ইশানকে কাজে লাগানোর চেষ্টা করবো ভবিষ্যতে।”
India squad for Sri Lanka ODIs : (IND vs SL 2023)
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.
আরও পড়ুনঃ Gareth Bale : ফুটবল কে বিদায় জানালেন গ্যারেথ বেল