IND vs SL 2023 : “ভারতকে শুধুমাত্র সূর্য কুমার যাদবের উপর পুরোপুরি নির্ভরশীল থাকলে চলবেনা”, মত প্রাক্তন ভারত তারকার 

0
20
IND vs SL 2023 India cannot be completely dependent on Suryakumar Yadav says the former India cricketer Saba Karim
IND vs SL 2023 India cannot be completely dependent on Suryakumar Yadav says the former India cricketer Saba Karim

IND vs SL 2023 – টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে হলে ভারতীয় ক্রিকেট দলের পুরোপুরি সূর্য কুমার যাদবের উপর নির্ভরশীল হলে চলবেনা, এমনটাই মনে করেন সাবা করিম।

India News Sports-এর আলোচনায় সাবা করিম বলেছেন এক্ষেত্রে দলের বাদবাকি ব‍্যাটারদের’ও এবার ইতিবাচক ভূমিকা পালন করার প্রয়োজন আছে। সব সময় তো সূর্য কুমার যাদব আর ম‍্যাচ জেতাবেনা।

“ভারতীয় ক্রিকেট দলের পুরোপুরি সূর্য কুমার যাদবের উপর নির্ভর শীল হলে চলবেনা। আর এমনটা করলে দল নিশ্চিত ভাবে আগামী দিনের ম‍্যাচ গুলোয় সমস্যায় পড়বে। আমি চাই দলের বাদবাকি ব‍্যাটাররা ইতিবাচক ভূমিকা পালন করুক এক্ষেত্রে। অবশ্য ব‍্যাটার’রা যে একেবারেই পারফরম্যান্স দিচ্ছে না। এরকম নয়, কিন্তু তার মধ্যে সেই ম‍্যাচ উইনিং প্রভাবটা যেনো কোথাও একটা মিসিং।”

সংশ্লিষ্ট ম‍্যাচে সূর্য কুমার যাদব ছিলেন ভারতের টপ পারফর্মার। তার খেলা অপরাজিত ১১২* রানের ইনিংসের উপর নির্ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ২২৮ রান তোলে ভারত সিরিজের শেষ টি টোয়েন্টি ম‍্যাচে (IND vs SL 2023)। পরবর্তী সময়ে হার্দিক পান্ডিয়ার দল ম‍্যাচে ৯১ রানে জেতে, তিন ম‍্যাচের সিরিজ ভারত জিতে নেয় ২-১ ব‍্যবধানে।

এদিন খেলা শেষে গৌতম গম্ভীরের কাছে সূর্য কুমার যাদবের ব‍্যাটিং পারফরম্যান্সের বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন –

“সূর্যের ব‍্যাটিং দেখে বাকরুদ্ধ আমি। আমার একটাই কথা বলার আছে, ওকে খুব শীঘ্রই টেস্ট দলে দেখতে চাই। ও যে মাপের ক্রিকেটার, তাতে ওর খুব শীঘ্রই টেস্টে সুযোগ পাওয়া উচিত।”

আরও পড়ুনঃ Arsene Wenger : ভারতের ফুটবলের উন্নতির স্বার্থে এবার কাজ করবেন আর্সেনাল কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার 

ঝুঁকিপূর্ণ শট গুলো ধারাবাহিক ভাবে খেলতে পারেন সূর্য। এটা ওর খেলার একটি বিশেষত্ব, আলোচনা করার সময় এই বিষয় গম্ভীর বলেছেন –

“ওর হাতে সমস্ত ধরনের শট আছে। অনেক সময় কোন ক্রিকেটারকে একবার ল‍্যাপ শট মারতে দেখলে পরে মনে হতে পারে ফের তিনি সেই শট খেলতে পারবে কিনা, কিন্তু সূর্যের মতো ধারাবাহিক ভাবে এমন সমস্ত শট খেলে যাওয়ার একটা বিশেষ ক্ষমতা আছে দেখেছি।

আমাদের সবার মাথায় রাখতে হবে পুরো ইনিংসটা কিন্তু পাওয়ার প্লের পরে খেলা হয়েছিল। ভেবে দেখুন কতো স্ট্রাইক রেটে সূর্য কুমার যাদব ব‍্যাট করছিলাম, নিঃসন্দেহে এই মূহুর্তে টি টোয়েন্টি ক্রিকেটের অন‍্যতম সেরা ব‍্যাটার সূর্য কুমার যাদব।”

ম‍্যাচে (IND vs SL 2023) যখন পাওয়ার প্লে’তে যখন আর মাত্র একটি বল বাকি ছিলো, তখন ব‍্যাট করতে আসেন সূর্য। কিন্তু তারপরও তার খুনে মেজাজে ব‍্যাটিং জারি ছিলো, কাউকেই রেয়াত দেননি তিনি। সেঞ্চুরি করার পথে সাতটি চার এবং নয়টি ছক্কা মেরেছিলেন।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : হার্দিক পান্ডিয়ার বোলিং বাড়তি পাওনা এই ভারতীয় দলের, মত প্রাক্তন ভারত তারকার