IND vs SL 2023 : রাহুল উইকেট কিপিং চালিয়ে গেলে, ওকে দল থেকে বের করা মুস্কিল, বললেন ওয়াসিম জাফরের

0
23
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "If KL Rahul continues to keep wickets, it is difficult to even touch him" - Wasim Jaffer

IND vs SL 2023 – প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর বলেছেন, যতোদিন কে এল রাহুল, পাঁচ নম্বর ব‍্যাটিং পজিশনে তার ভালো ব্যাটিং জারি রাখবেন, এবং উইকেট কিপিং’ও করে যাবেন, তার ওয়ানডে দলে জায়গা হারানোর কোনও সম্ভাবনা নেই।

বর্তমানে রাহুলের টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে ফর্ম একেবারেই ভালো নেই। তবে ওয়ানডে দলের মিডল অর্ডারে ব‍্যাট করতে নামলে দারুণ নির্ভরতা দিচ্ছেন তিনি ভারতীয় দলকে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৬ রান তাড়া করার সময় তার পরিচয় দিয়েছেন তিনি। (IND vs SL 2023)

৬৪* রানে অপরাজিত থেকে দলের দারুণ জয় নিশ্চিত করে ছিলেন ইনিংস। এমন সময় এই ইনিংস খেলেছিলেন তখন প্রবল চাপের মধ্যে ছিলো ভারতীয় দল।দ্রুত ৪ উইকেট হারিয়ে। (IND vs SL 2023)

ESPN Cricinfo – এর আলোচনায় রাহুলের ওয়ানডে দলে জায়গা ধরে রাখা সম্পর্কে ওয়াসিম জাফর বলেছেন, (IND vs SL 2023)

“কে এল রাহুল যদি টানা উইকেট কিপিং চালিয়ে যান, তাহলে তাকে ছোঁয়াও কঠিন। ফিট হয়ে ওঠার পর ঋষভ পন্ত’ই পারেন রাহুলকে চ‍্যালেঞ্জ জানাতে। তবে এই মুহূর্তে দলের পাঁচ নম্বর স্থানে রাহুলকে ছাড়া আর কাউকে ভাবা যাচ্ছে না। রাহুলের বাকি ফর্ম‍্যাটে খেলাধুলা নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু আমার মনে হয়না ওর ওয়ানডে পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্ন তোলা উচিত। এক্ষেত্রে ও অসাধারণ।”

আরও পড়ুনঃ Manchester United : ম‍্যানচেস্টার ডার্বির আগে ডাচ ফরোয়ার্ডকে দলে নিলো ম‍্যানচেস্টার ইউনাইটেড

India squad for Sri Lanka ODIs: Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel,  Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ‘সূর্য কুমার বাকি ব‍্যাটারদের থেকে আলাদা’, প্রাক্তন শ্রীলঙ্কার ক‍্যাপ্টেন চান ওডিআইতে খেলার সুযোগ পাক সূর্য কুমার যাদব