IND vs SL 2023 : আগামী দিন গুলোয় ভারত দীপক হুডাকে কিভাবে ব‍্যবহার করে, সেটা দেখার অপেক্ষায় আছেন গম্ভীর 

0
13
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "I would like to see how the Indian team uses Deepak Hooda going ahead" - Gautam Gambhir lauds LSG player's knock

IND vs SL 2023 – আগামী দিন গুলোয় ভারতীয় ক্রিকেট দল দীপক হুডাকে কিরকম ভাবে ব‍্যবহার করে, সেটা দেখার জন্যে এখন মুখিয়ে আছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে ২৩ বলে অপরাজিত ৪১* রানের ইনিংস খেলেছিলেন দীপক হুডা। তার এমন দারুণ ইনিংস খেলার সুবাদে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে ১৬৩ রানের টার্গেট দিয়েছিলো। পরে ভারত এই ম‍্যাচ জেতে ২ রানে। (IND vs SL 2023)

প‍রবর্তী সময় Star Sports এ এই ম‍্যাচ নিয়ে আলোচনা করার সময় গৌতম গম্ভীর বলেছেন, তিনি খুব খুঁটিয়ে নজর রাখবেন তিনি, ভারতীয় ক্রিকেট দল দীপক হুডা’কে কিভাবে কাজে লাগায়, সেটা দেখার জন্যে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : খারাপ শট বাছাই করে ডোবে স‍্যামসন, ভারত তারকার চরম সমালোচনা করলেন গাভাস্কার

তার বক্তব্য, (IND vs SL 2023)

“এই ক্রিকেটারের মধ্যে গুন আছে প্রবল। আমার দেখার ইচ্ছা এখন, দীপক হুডাকে ভারতীয় ক্রিকেট দল এরপর কিভাবে ব‌্যবহার করে, সেটার দিকেই নজর থাকবে আমাদের। ওকে কি টিম ম্যানেজমেন্ট ফিনিসার হিসেবে খেলাবে, নাকি প্রথম চারে ব‌্যাট করাবে ? এখনও অবধি হার্দিক পান্ডিয়া দীপক কে ৬, ৭ নম্বরে ব‍্যাট করতে পাঠায়।

যেকোনো দলের ফিনিশারের ভূমিকা পালন করা ভীষণ কঠিন একটা কাজ। যখন তোমাকে দলের ছয় নম্বরের ফিনিসার হিসেবে ভাবা হয়, তখন কিন্তু বিস্তর চাপ তৈরি হতে বাধ‍্য একপ্রকার। এমন সময় ব্যাট করার সুযোগ আসে, যখন শুরু থেকেই চালিয়ে খেলতে হয়, আবার অনেক সময় ইনিংস গড়ে তারপর পুনরায় চালিয়ে খেলতে হয়‌”

দীপক হুডা যখন ব‍্যাট করতে এসেছিলেন তখন ভারতের স্কোর ছিলো ১১ ওভারে ৭৭ রানে ৪ উইকেট। এরপর দীপক হুডা এবং আক্সার প্যাটেল ষষ্ঠ উইকেটে ৬৮ রান জুড়ে ভারতকে ম‍্যাচে ফিরিয়েছিলেন।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : “কে কি বললো, অতো পাত্তা দিইনা”, সমালোচকদের মুখে ঝামা ঘোষলো রোনাল্ডো