
IND vs SL 2023 – ভারতের ওয়ানডে দলের প্রথম একাদশে কিভাবে খেলবে সূর্য কুমার যাদব ? কার বদলে দলে জায়গা পাবেন তিনি ? এমনটাই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।
বর্তমানে শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া সম্ভব নয়, এই দলে অটোমেটিক চয়েস উইকেট কিপার কে এল রাহুল। তাহলে কার বদলে সুযোগ পাবেন সূর্য খেলার ? ESPN Cricinfo তে এসে এমনটাই প্রশ্ন তুলেছেন ওয়াসিম, (IND vs SL 2023) তার বক্তব্য,
“আমরা সবাই চাই দলের প্রথম একাদশে ইনফর্ম ক্রিকেটারদের খেলতে দেখতে। কিন্তু এখানে সবচেয়ে বড়ো প্রশ্ন হলো কোথায় তাদের সুযোগ টা দেওয়া হবে ? একমাত্র উপায় শ্রেয়স আইয়ারকে বসিয়ে সূর্য কুমার যাদবকে খেলানো। কিন্তু আইয়ার যা ফর্মে আছে তারপর কি আর তাকে বসিয়ে রাখা সম্ভব ?
যদি ইশান কিষাণ কে খেলানোর কথা বলা হয়, তাহলে আমি বলবো কে এল রাহুলের জায়গায় ওকে খেলানো যেতো। কিন্তু এখন কিপার বলতে রাহুলকে। তাহলে একমাত্র বাদ দেওয়া যেতে পারে শ্রেয়স আইয়ারকে। কিন্তু এখন শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া তো আর সম্ভব নয়। আমার মতে লম্বা সময়ের জন্য শ্রেয়স আইয়ারকে খেলানো উচিত।”
২০২২ সালে ওয়ানডেতে শ্রেয়স আইয়ার দারুণ খেলেছিলেন। ১৫ টা ইনিংসে ৭২৪ রান করেছিলেন ৫৫.৬৯ গড়ে। আছে একটি সেঞ্চুরি এবং ছয়টি হাফ সেঞ্চুরি। (IND vs SL 2023)
Hello Trivandrum 👋🏻
— BCCI (@BCCI) January 13, 2023
We are here for the 3️⃣rd and final #INDvSL ODI ✅#TeamIndia pic.twitter.com/xzpr7UTCMT
India squad for Sri Lanka ODIs : (IND vs SL 2023)
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে কারা ফিরলেন, কারা বাদ পড়লেন, জানুন বিস্তারিত