
IND vs SL 2023 – আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সাথে সাথেই জসপ্রীত বুমরাহ’কে চেনা ছন্দে বোলিং করতে দেখছেন সঞ্জয় বাঙ্গার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল, সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার গুয়াহাটিতে।
পিঠের চোটের কারণে জসপ্রীত বুমরাহ দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শেষ মুহূর্তে সুযোগ হয় তার, ফিটনেস টেস্ট উতরোনোর পর ১৬ জনের দলে সুযোগ হয় তার। (IND vs SL 2023)
Star Sports এর আলোচনায় সঞ্জয় বাঙ্গারের কাছে জানতে চাওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহ’র প্রত্যাবর্তন সম্পর্কে কি মতামত তার, জবাবে সঞ্জয় বলেছেন, (IND vs SL 2023)
“ইতিমধ্যে প্রচুর ক্রিকেট খেলেছেন বুমরাহ। তার বোলিং অ্যাকশান আর পাঁচজন ভারতীয় ক্রিকেটারের তুলনায় বেশ ভিন্ন, বিষয়টি তার শরীরের উপর প্রভাব ফেলে, সেটা এড়ানো যায়না। ও একটা চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করছে, তাই এখনই তাকে পরিচিত ছন্দে বোলিং করতে দেখছি না আমি।” (IND vs SL 2023)
ভারতের জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচের মতে এই পেসারের আস্তে আস্তে নিজের বোলিংয়ে পেস বাড়ানো উচিত। তিনি বলেছেন,
“আমার মতে বুমরাহ নিজেকে এখন সময় দেওয়ার বিশেষ প্রয়োজন আছে। আস্তে আস্তে নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করা উচিত। প্রথম ম্যাচেই একেবারে পূর্ণ উদ্যমে বোলিং করাটা ঠিক হবেনা তার।”
Virat Kohli, Rohit Sharma and Jasprit Bumrah will be playing just their 2nd ODI together in 3 years.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 8, 2023
২০২২ সালের সেপ্টেম্বর মাসের থেকে এখনও অবধি কোনও প্রতিযোগীতা মূলক ম্যাচে খেলতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহ’কে। গতবছর এশিয়া কাপ মিস করেছিলেন তিনি পিঠের চোটের জন্যে, সেটা পুরোপুরি সেরে ওঠার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার জন্যে ডেকে নেওয়া হয় তাকে। এর ফলে ফের চোট পান, এবং মিস করেন টি টোয়েন্টি বিশ্বকাপ।