IND vs SL 2023 : উমরান ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, উদীয়মান পেসারের ভূয়সী প্রশংসায় মজলেন প্রাক্তন পাক অধিনায়ক

0
21
IND vs SL 2023 : “He should play consistently, I think he has a future for India” – Salman Butt lauds Umran Malik
IND vs SL 2023 : “He should play consistently, I think he has a future for India” – Salman Butt lauds Umran Malik

IND vs SL 2023 – গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম‍্যাচ উমরান মালিকের পারফরম্যান্সের দারুণ প্রশংসা করলেন প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক সলমন বাট।

এমন আগুনে পেসারকে আরও বেশি করে উজ্জ্বিবীত করা উচিত ভারতীয় ক্রিকেট দলের। উমরান সংশ্লিষ্ট ম‍্যাচে নিজের উইকেট নেওয়ার দক্ষতার দারুণ পরিচয় দিয়েছেন। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই উদীয়মান ভারতীয় পেসার আরও ক্ষুরধার হয়ে উঠবেন বলে বিশ্বাস সলমনের। (IND vs SL 2023)

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে ৩ উইকেট নিয়েছেন উমরান মালিক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি। তিন ম‍্যাচে ৭ উইকেট নেন। ভারত সেই টি টোয়েন্টি সিরিজ জেতে ২-১ ব‍্যবধানে।

নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে সলমন বাট বলেছেন,

“উমরান মালিক তিন উইকেট নিয়েছেন। একটু বেশি রান খরচা করেছেন। তবে ও এখনও অনেক তরুণ। ভারতের হয়ে এখনও অবধি ১০ টা ম‍্যাচ’ও খেলেনি। ও যদি উইকেট নিতে থাকে এবং দেড়শোর গতিতে ধারাবাহিক ভাবে বোলিং করতে পারে তাহলে ভারতের বোলিং লাইন আপে পরবর্তী সময়ে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। এমন একজন বোলারের ভীষণ প্রয়োজন ছিলো ভারতীয় দলের। উমরান আরও যতো ম‍্যাচ খেলবে তত’ই ভালো হবে ভারতীয় দলের। ওকে ধারাবাহিক ভাবে খেলানো উচিত। ওর পেস এবং বোলিং অ্যাকশান দুটোই ভালো। আমার মতে উমরান ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : গত দুই বছর খুব খারাপ গেছে কোহলির, মুখ খুললেন তার ছোটবেলার কোচ

নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে উমরান মালিকের প্রশংসা করেছেন আকাশ চোপড়া’ও,

“উমরান মালিক অসাধারণ বোলিং করেছেন। উমরান তিন উইকেট নিয়েছেন, মহম্মদ সিরাজ দুই উইকেট নেন। এক উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। উমরান মালিক উইকেট টেকার, যখনই আসে উইকেট নেন। মাঝের ওভার গুলোতে বোলিং করে, উইকেট উড়িয়েছে। খুবই ভালো বল করেছে।”

আট ওভারে ৫৭ রানে ৩ উইকেট নেন উমরান মালিক।

এখনও অবধি ছয়টি আন্তর্জাতিক ম‍্যাচ খেলেছে উমরান মালিক। সেখানে ৬.২২ ইকনমি রেটে ১০ টা উইকেট নিয়েছেন।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : “সিরাজকে সামাল দিতে হিমসিম খেয়েছে শ্রীলঙ্কার ব‍্যাটাররা” : ভারত পেসারের ভূয়সী প্রশংসা করলেন তারকা ক্রিকেটার