IND vs SL 2023 : আক্সার প‍্যাটেলের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত কোচ

0
37
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "He put the pressure on Sri Lanka's main bowler" - Sanjay Bangar picks Axar Patel as huge positive for India

IND vs SL 2023 – শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন আক্সার প‍্যাটেল। কঠিন পরিস্থিতির মধ্যে এমন পারফরম্যান্স দেওয়ায় আক্সারের প্রশংসা করেছেন সঞ্জয় বাঙ্গার।

বৃহস্পতিবার পুণেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে ৩১ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন আক্সার। ২০৭ রান তাড়া করতে নেমে দশ ওভার পর ৫৮ রানে ৫ উইকেট পড়ে গেছিলো ভারতের। এমন সময় ব‍্যাট করতে নামেন আক্সার প‍্যাটেল। যদিও তার লড়াই কাজে লাগেনি। শেষ অবধি ১৬ রানে ম‍্যাচ হারে ভারত। (IND vs SL 2023)

Star Sports এর ‘Match Point’এর আলোচনায় বাঙ্গারের কাছে জানতে চাওয়া হয় আক্সারের পারফরম্যান্স কি ইতিবাচক দলের জন্যে। জবাবে তিনি বলেছেন,

“দারুণ পারফরম্যান্স দিয়েছেন আক্সার, বিশেষ করে যেভাবে ব‍্যাট ক‍রেছিলো। ওর মধ্যে সেই টেম্পারমেন্ট টা দেখা গেছে। ওরমধ‍্যে ব‌্যাটিং প্রতিভাটা সব সময় লক্ষ‍্য করা গেছে সব সময়। এর আগেও নিজের অলরাউন্ডার কারিশমা দেখিয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যে শ্রীলঙ্কার মুল বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গার বিরুদ্ধে দারুণ খেলেছিলেন আক্সার।”

আরও পড়ুনঃ East Bengal : ওড়িশার বিরুদ্ধে আজ জয় তুলতে মরিয়া ইস্টবেঙ্গল

সংশ্লিষ্ট ম‍্যাচে হাসারাঙ্গার বিরুদ্ধে দারুণ মারমুখী মেজাজে পাওয়া গেছিলো আক্সার’কে এবিষয়ে বক্তব্য রাখাকালীণ বাঙ্গার বলেছেন,

“সূর্য কুমার যাদবকে সাথে নিয়ে ওই ওভারে ২৬ রান তুলেছিলো আক্সার প‍্যাটেল। যা ম‍্যাচে যাবতীয় ফোকাস এনে দেয় ভারতের দিকে।‌ এরপরও মেরে যাচ্ছিলো। থামেননি আক্সার।”

আক্সার প‍্যাটেল, ওয়াশিংটন সুন্দরের মতো স্পিন বোলিং অলরাউন্ডারদের পারফরম্যান্স ‌ভীষণ ইতিবাচক দিক ভারতীয় ক্রিকেট দলের জন্য।‌ এর ফলে দলে ব‍্যালেন্স এসেছে, এমনটাই মত বাঙ্গারের।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচকদের চুপ করালেন গম্ভীর