IND vs SL 2023 : হার্দিক পান্ডিয়ার বোলিং বাড়তি পাওনা এই ভারতীয় দলের, মত প্রাক্তন ভারত তারকার 

0
30
IND vs SL 2023 Hardik Pandya's bowling is a plus for this Indian team said former India star Reetinder Sodhi
IND vs SL 2023 Hardik Pandya's bowling is a plus for this Indian team said former India star Reetinder Sodhi

IND vs SL 2023 – তারকা ভারতীয় অলরাউন্ডার এবং ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বোলিং দারুণ ভাবে সহায়তা করে বর্তমান ভারতের সাদা বলের দলকে, এমনটাই মনে করেন প্রাক্তন ক্রিকেটার রীতেন্দর সোধি।

India News কে দেওয়া একটি সাক্ষাৎকারে সোধি বলেছেন ইদানিং সময় বোলার হিসেবে ভারতীয় দলকে দারুণ ভাবে সাহায্য করেছে হার্দিক পান্ডিয়া। তার মতে গতবছর আইপিএলের পর থেকে একদম আলাদা মার্গে পাওয়া যাচ্ছে হার্দিক। যেটা ভারতীয় দলের জন্য একটি ভীষণ ইতিবাচক একটি দিক। (IND vs SL 2023)

“এই ভারতীয় দলের কাছে হার্দিক পান্ডিয়ার বোলিং একটা বিরাট পাওনা বলা যায়। আমরা সবাই চাইছিলাম হার্দিক পান্ডিয়া পুরোপুরি সেরে উঠুক যাতে ও নিজের কোটার পুরোপুরি বোলিং টা করতে পারে। ওর ব‍্যাটিং নিয়ে কখনোই কোনও চিন্তা ছিলো না।

গতবারের আইপিএলের পর থেকে আমরা একেবারে আলাদা মার্গে খেলতে দেখছি হার্দিককে। দারুণ পেসে ভালো বোলিং করছে। বোলিং করার সময় নতুন একটি উদ‍্যম লক্ষ‍্য করা যাচ্ছে ওর মধ্যে। একজন জেনুইন অলরাউন্ডারের যা যা করণীয়, তার সবটুকু এখন দেখা যাচ্ছে হার্দিকের মধ্যে।”

রাজকোটে সিরিজেরর শেষ টি টোয়েন্টি ম‍্যাচে (IND vs SL 2023) শ্রীলঙ্কা’কে ৯১ রানে বিরাট ব‍্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম‍্যাচে হার্দিক ব‍্যাটিংয়ে বিশেষ কিছু করতে না পারলেও, দারুণ বোলিং করে দুটো উইকেট তুলে নিয়ে ভারতকে দারুণ নির্ভরতা দিয়েছিলো।

আরও পড়ুনঃ Shakib Al Hasan : বিপএলের খেলা চলাকালীন আম্পায়ারের উপর মেজাজ হারালেন সাকিব আল হাসান, দেখুন ভিডিও

খুব বেশি ক‍্যাপ্টেন্সি দেওয়ার অভিজ্ঞতা নেই হার্দিক পান্ডিয়ার। কিন্তু তার নেতৃত্বে গুজরাট টাইটান্স অভিষেক বছরে আইপিএল জেতার দারুণ রেকর্ড গড়েছিলো। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ (IND vs SL 2023) জেতার পর সাংবাদিক সম্মেলনে হার্দিক পান্ডিয়ার কাছে জানতে চাওয়া হয়, গুজরাট টাইটান্স কে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কতোটা সাহায্য করেছে তাকে, জবাবে হার্দিক বলেছেন –

“আমার কোনও জুনিয়র দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিলো না সত্যি কথা বলতে। অনূর্ধ ১৬ ক্রিকেট একবার বরোদাকে নেতৃত্ব দিয়েছিলাম। গুজরাট টাইটান্সে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেমন ধরনের কোচের সাথে কাজ করেছি আমি। আশিস নেহেরা আমার জীবনটাই বদলে দিয়েছে। আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা অনেকটা একই রকম। ওনার সহচার্য পেয়েছি বলে আমার ক‍্যাপ্টেন্সি আরো সমৃদ্ধ হয়েছে। আমার থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করেছে। আমাকে নিরাপত্তা দিয়েছে বিষয়টা। বিষয়টা অবশ্যই সাহায্য করেছে আমাকে।”

শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটারেরা খেলেননি, পান্ডিয়া অপেক্ষাকৃত অনভিজ্ঞ ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন এই সিরিজে (IND vs SL 2023)। 

কতোটা চ‍্যালেঞ্জিং ছিলো বিষয়টি, সেটা জানতে চাওয়া হলে হার্দিক বলেন –

“একটি ইয়ং টিমকে ম‍্যানেজ ক‍রা খুব একটা কঠিন কোনও বিষয় নয়। তবে কিছু সময় ওরা ভুল করে এবং সেই ভুল থেকেই শিক্ষা নেয়। আমরা সবাই নিজেদের করা ভুল থেকেই শিখি এবং এই বিষয়টা আমাদের শেখাতে সাহায্য করে। মেনে নেওয়াটা ক্রিকেটের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানিয়ে না নিতে পারলে বেশি দুর এগানো সম্ভব নয়।”

আরও পড়ুনঃ Arsene Wenger : ভারতের ফুটবলের উন্নতির স্বার্থে এবার কাজ করবেন আর্সেনাল কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার