
IND vs SL 2023 – তার অধিনায়ক হয়ে ওঠার পথে গুজরাট টাইটান্স দলের কোচ আশিস নেহেরার ভূমিকা অপরিসীম, এমনটাই জানিয়েছেন ভারতের টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
পান্ডিয়ার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। রাজকোটে শেষ ম্যাচে ৯১ রানের বিরাট জয় পেয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ২২৮ রান তোলে ৫ উইকেট হারিয়ে। সূর্য কুমার যাদব খেলেন অপরাজিত ১১২* রানের ইনিংস মাত্র ৫১ বলে। পরবর্তী সময়ে ১৬.৪ ওভারে শ্রীলঙ্কা ১৩৭ রানে অল আউট হয়ে যায়। (IND vs SL 2023)
খুব বেশি ক্যাপ্টেন্সি দেওয়ার অভিজ্ঞতা নেই হার্দিক পান্ডিয়ার। কিন্তু তার নেতৃত্বে গুজরাট টাইটান্স অভিষেক বছরে আইপিএল জেতার দারুণ রেকর্ড গড়েছিলো। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জেতার পর সাংবাদিক সম্মেলনে হার্দিক পান্ডিয়ার কাছে জানতে চাওয়া হয়, গুজরাট টাইটান্স কে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কতোটা সাহায্য করেছে তাকে, জবাবে হার্দিক বলেছেন, (IND vs SL 2023)
“আমার কোনও জুনিয়র দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিলো না সত্যি কথা বলতে। অনূর্ধ ১৬ ক্রিকেট একবার বরোদাকে নেতৃত্ব দিয়েছিলাম। গুজরাট টাইটান্সে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেমন ধরনের কোচের সাথে কাজ করেছি আমি। আশিস নেহেরা আমার জীবনটাই বদলে দিয়েছে। আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা অনেকটা একই রকম। ওনার সহচার্য পেয়েছি বলে আমার ক্যাপ্টেন্সি আরো সমৃদ্ধ হয়েছে। আমার থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করেছে। আমাকে নিরাপত্তা দিয়েছে বিষয়টা। বিষয়টা অবশ্যই সাহায্য করেছে আমাকে।”
A proud Captain @hardikpandya7 collects the trophy as #TeamIndia win the T20I series 2-1.#INDvSL @mastercardindia pic.twitter.com/hzpOrocYjU
— BCCI (@BCCI) January 7, 2023
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ধোনির এই নীতি মেনে চলা উচিত ভারতীয় ক্রিকেট দলের, মত অজয় জাদেজার
শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটারেরা খেলেননি, পান্ডিয়া অপেক্ষাকৃত অনভিজ্ঞ ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন এই সিরিজে।
কতোটা চ্যালেঞ্জিং ছিলো বিষয়টি, সেটা জানতে চাওয়া হলে হার্দিক বলেন,
“একটি ইয়ং টিমকে ম্যানেজ করা খুব একটা কঠিন কোনও বিষয় নয়। তবে কিছু সময় ওরা ভুল করে, এবং সেই ভুল থেকেই শিক্ষা নেয়। আমরা সবাই নিজেদের করা ভুল থেকেই শিখি, এবং এই বিষয়টা আমাদের শেখাতে সাহায্য করে। মেনে নেওয়াটা ক্রিকেটের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানিয়ে না নিতে পারলে বেশি দুর এগানো সম্ভব নয়।”
রাজকোটে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বেশ কিছু ভারতের যুব তারকারা খুব নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন। ৪৬ রান করেছিলেন শুভমান গিল, ৩ উইকেট নেন অর্শদীপ সিং, ২ উইকেট নিয়েছেন উমরান মালিক।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : বিপক্ষের বোলারদের মানসিকতায় চিড় ধরায় সূর্যের ব্যাটিং, দাবী হার্দিক পান্ডিয়ার