
IND vs SL 2023 – শুভমান গিলের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দুরন্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা মদন লাল। টিম ম্যানেজমেন্ট ভরসার দাম দিচ্ছেন শুভমান, তা দেখে দারুণ খুশি মদনলাল।
এই ওয়ানডে সিরিজ (IND vs SL 2023) শুরুর আগে অনেকেই প্রশ্ন তুলেছিলো কেন ইশান কিষাণকে বসিয়ে ওয়ানডে সিরিজ ওপেন করার দায়িত্ব শুভমান গিলের হাতে তুলে দিলো রোহিত শর্মা। সেই সময় ভারত অধিনায়ক স্পষ্ট করে দিয়েছিলেন যে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে আসার জন্যে শুভমান গিলের উপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
সুযোগ পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সত্তর রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল, সিরিজ শেষ করলেন কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করে।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : রোহিত শর্মা নিজের খেলা নিয়ে খুশি নন, মারাত্মক দাবী গৌতম গম্ভীরের
Sport Tak এ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে শুভমান গিলের পারফরম্যান্সের বিষয় মদনলাল বলেছেন,
“একজন ভালো ক্রিকেটার কিভাবে টানা ভালো খেলে ম্যানেজমেন্টের ভরসা দাম দিতে পারে, তার উদাহরণ শুভমান গিল। এই সিরিজে একটা সত্তর রান এবং একটা সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন গিল, এটা ওকে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো খেলতে সাহায্য করবে।”
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ইকোনমি রেট নিয়ে সমালোচনা হতেই সমালোচকদের একহাত নিলেন উমরান মালিক