IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইতে  খেলার সুযোগ পাবেননা গিল, দাবী প্রাক্তন ভারত ওপেনারের

0
17
IND vs SL 2023 : Gill won't get chance to play in first ODI against Sri Lanka, claims former India opener
IND vs SL 2023 : Gill won't get chance to play in first ODI against Sri Lanka, claims former India opener

IND vs SL 2023 – শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম‍্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হবেনা শুভমান গিলের। মঙ্গলবার সিরিজের প্রথম ওডিআই ম‍্যাচে গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজের মধ্যে দিয়ে ফের জাতীয় দলে প্রত‍্যাবর্তন করতে চলেছেন রোহিত শর্মা, দলকে নেতৃত্ব দেবেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলাকালীণ আঙুলে চোট পান তিনি।

নিজের Youtube চ‍্যানেলের ভিডিওতে আকাশ বলেছেন রোহিত এবং ইশান কিষাণ ওপেন ক‍রবেন, তাই শুভমান গিলের খেলার সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই। বিষয়টি ব‍্যাক্ষা দিতে গিয়ে আকাশ বলেছেন,

“ভারতের টপ অর্ডারে কারা খেলবে সেটা নিয়ে এখন প্রশ্ন তৈরী হয়েছে। যার জবাব দেওয়াটা খুব একটা সহজ নয় বলা চলে। ধরলাম রোহিত শর্মা এবং ইশান কিষাণ ওপেন করবেন, রোহিত শর্মা দলের ক‍্যাপ্টেন, আর এদিকে ইশান ডবল সেঞ্চুরি করার পর থেকে তাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া এখন অসম্ভব। তাই এইমুহুর্তে দলের প্রথম একাদশে স্থান পাওয়ার কোনও সম্ভাবনা নেই ইশান কিষাণের।”

ওডিআই সিরিজের তিন নম্বরে ব্যাট করবেন বিরাট কোহলি, চার নম্বরে পজিশনে জায়গা পেতে জোর লড়াই চলবে শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুলের মধ্যে। এমনটাই মনে আকাশ চোপড়া, তার বক্তব্য, (IND vs SL 2023)

“তিন নম্বরে ব্যাট করবেন বিরাট কোহলি। ওই জায়গার রাজা তিনি। চার নম্বরের জন্যে কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারের মধ্যে লড়াই চলবে। রাহুল দলের সহ অধিনায়ক ছিলো, এখন আর নেই, সেই দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তা বলে সে খারাপ ক্রিকেটার নয়।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : চাপের মুখে সেরা পারফরম্যান্স দেয় ভারতীয় ব‍্যাটাররা, প্রশংসা পাক তারকার

তবে আকাশের মতে শ্রেয়স আইয়ারকেও উপেক্ষা করার কোনও জায়গা নেই এই মুহুর্তে, আকাশ বলেছেন,

“এইমুহুর্তে শ্রেয়স আইয়ারকে কেউ ছুঁয়ে দেখতে পারবেনা। ২০২২ সালে দুর্দান্ত খেলেছিলো শ্রেয়স। যে কোনও ফর্ম‍্যাটে দেশের হয়ে খেলার সুযোগ পেলেই দারুণ পারফরম্যান্স দিয়েছেন তিনি। ওডিআইতে ও দারুণ খেলেছে।”

ঋষভ পন্ত সুস্থ থাকলেও আরও বেশি সমস্যায় পড়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট, কারণ ভারতের এই উইকেট কিপার ব‍্যাটার ইংল্যান্ডের বিপক্ষে ম‍্যাচ উইনিং সেঞ্চুরি করেছিল সিরিজ নির্নায়ক ম‍্যাচে। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ Manchester United : দলের প্লেয়ারদের মধ্যে বনিবনা বজায় রাখতে রোনাল্ডোর সাহায্য নিলেন ম‍্যান ইউ কোচ টেন হ‍্যাগ