IND vs SL 2023 : সূর্য প্রথম ওডিআইতে সুযোগ না পাওয়ায় চটলেন শ্রীকান্ত

0
17
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "Feel bad for Suryakumar Yadav, India have to find a way to pick him", says Kris Srikkanth

IND vs SL 2023 – মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে ভারতের জাতীয় দলে জায়গা হয়নি সূর্য কুমার যাদবের। বিষয়টি খুবই অন‍্যায় হয়েছে বলেই মনে করেন প্রাক্তন জাতীয় নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

ইন ফর্ম শ্রেয়স আইয়ার এবং উইকেট কিপার ব‍্যাটার কে এল রাহুলের উপর ফের আরেকবার আস্থা রেখেছে ভারত অধিনায়ক রোহিত শর্মা। সূর্য কুমার যাদবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একেবারে মেনে নিতে পারেননি শ্রীকান্ত। (IND vs SL 2023)

ভারতের প্রথম একাদশে সূর্য কে না দেখে ভীষণ হতাশ তিনি বলেছেন,

“সূর্য, তোমার জন্যে খুব খারাপ লাগছে বন্ধু। সূর্য কুমার যাদব দলে জায়গা পাইনি। একবার এই দলটার প্রথম পাঁচ জনকে দেখুন, এখানে প্রভাব বিস্তার করার মতো ক্রিকেটার কয়জন আছে ? বিপক্ষের থেকে ম‍্যাচ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে কয়জন ?”

টি টোয়েন্টির মতো ওয়ানডেতে খেলতে পারছেন না সূর্য কুমার যাদব। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটার ১৬ ম‍্যাচে ৩৮৪ রান করেছেন ৩২ গড়ে, মাত্র শতাধিক স্ট্রাইক রেটে। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ Dhoni : ধোনিকে ভারতের টি টোয়েন্টি দলের কোচ করার দাবী জানালেন প্রাক্তন পাকিস্তানের তারকা

অন‍্যদিকে শ্রেয়স আইয়ার গতবছর ভারতের সর্বোচ্চ রান স্কোরার ওয়ানডে ক্রিকেটে। ১৫ ইনিংসে ৭২৪ রান করেছিলেন তিনি ৫৫.৬৯ গড়ে। একটি সেঞ্চুরি, ছয়টি হাফ সেঞ্চুরি করেছিলেন।

প্রথম ওয়ানডে ম‍্যাচে জিতে দারুণ ভাবে শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার ইডেনে সিরিজের দ্বিতীয় ওডিআই ম‍্যাচ খেলা হবে।

India squad for Sri Lanka ODIs : (IND vs SL 2023)

Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel,  Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ Messi : পরের বিশ্বকাপেও খেলবেন মেসি, আশাবাদী আর্জেন্টিনার কোচ স্ক‍্যালোনী